ইংল্যান্ড থেকে

কক্ষপথে ফিরতে চান মাশরাফি

ইশতিয়াক পারভেজ,টনটন থেকে

১৭ জুন ২০১৯, সোমবার, ১০:১১ পূর্বাহ্ন

দারুণ জয়ে ইংল্যান্ড বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টানা দুই হার ও বৃষ্টিতে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পথ হারিয়েছে দল। সামনে কঠিন বিপদ। হারলে তা আরো কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। টনটনের সমারসেটের নতুন সবুজ মাঠে এখন লাল সূর্যোদয়ের অপেক্ষাই বলা যায়। তবে ১৮ কোটি ক্রিকেট ভক্তের একটাই উৎকন্ঠা, প্রশ্ন- পারবে তো বাংলদেশ! টাইগার ক্রিকেটের বিজ্ঞাপন মাশরাফি বিন মুর্তজা বেশ আত্মবিশ্বাসী।  সেই সঙ্গে দলের প্রতি তার আহ্বান মাথা ঠাণ্ডা রেখে সুযোগ কাজে লাগানোর। গতকাল সংবাদমাধ্যমে মাশরাফি বলেন, ‘আমাদের সামনে এখনো পাঁচটি ম্যাচ আছে।  সেখানে যে কোনো কিছুই হতে পারে। যা কেউ বলতে পারবেনা কি হবে। যদিও কালকের (আজ) ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি একটি ম্যাচ ধরেই এগিয়ে যাচ্ছি। আগের তিনটি ম্যাচের কথা যদি চিন্তা করি বলবো নিউজিল্যান্ডের বিপক্ষে হারটাই আমাদের বড় মূল্য দিতে হয়েছে। সামনে এখন আমাদের ভালো করতেই হবে এই ম্যাচে জয়ের জন্য। যদি জিততে না পারি তাহলে সামনে আমাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। সবম্যাচেই এখন ভালো কিছু করতে হবে। এটাও সত্যি যে সবদিন এক যাবে না। তবে আমি আমার দলের উপর বিশ্বাস করি। আশা করি আমরা পারবোই।’
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচে নতুন এক প্রতিপক্ষ হয়ে এসেছে সমারসেট স্টেডিয়ামের ছোট পরিধি। যেখানে ক্যারিবীয় ব্যাটিং দানব বলে পরিচিত গেইল,  নিকোলাস পুরান, রাসেল, হোল্ডাররা ঝড় তুলে ভাসিয়ে দিতে পারে টাইগারদের স্বপ্ন। প্রতিপক্ষের এমন ব্যাটিং দাপটের কাছে বাংলাদেশ দলের বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে সেটি বলার অপেক্ষা রাখে না। তবে টাইগার অধিনায়ক নিজ দলের  বোলারদের উপর যেমন বিশ্বাস রাখছেন তেমনি ক্যারিবীয়দের ভুলের সুযোগ নিতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘দেখেন  ওয়েস্ট ইন্ডিজ যখন প্রতিপক্ষ, সবসময় তাদের ব্যাটসম্যান নিয়ে ভাবতে হয়। তাদের ব্যাটিং নিয়েই পরিকল্পনা থাকতে হয়। ওদের ব্যাটিংয়ের যে চরিত্র তারা ওয়ানডেটাও টি-টোয়েন্টির মতো খেলতে চায়। তারা যখন সফল হয়ে যায় তখন বোলারদের জন্য মাঠে কাজটা বেশ কঠিনই হয়। তাই আমাদের যে পরিকল্পনা  সেটাই স্থির থাকতে হবে। তার জন্য নিজেদের নার্ভ ঠাণ্ডা করেই এগিয়ে যেতে হবে। আবার তাদের এমন মারকুটে ব্যাটিংও  আমাদের সুযোগ এনে দিতে পারে। তারা এমনভাবে খেলতে গিয়ে ভুল করবে আমাদের কাজ হবে সেটি লুফে নেয়া।’
ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে বাংলাদেশ। তাই বাংলাদেশ দল  নিজেদের ওয়েস্ট ইন্ডিজের তুলনায় এগিয়ে রাখতেই পারে। কিন্তু মাশরাফি তা মানতে নারাজ। তিনি বলেন, ‘ আসলে এই সব বিষয় দ্বি-পাক্ষিক সিরিজেই হয়। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এইভাবে ভাবলে হবে না। সবচেয়ে বড় কথা হলো ওয়েস্ট ইন্ডিজ দল যে কোনো ক্ষতি করে দিতে পারে। তাই বলছি ওদের সঙ্গে আগে ৭টিতে জিতেছি বলে যে এবারও জিতে যাবো এমন নয়। আমাদের কাজ হবে নিজেদের যে কাজ সেটি সঠিকভাবে করা। আমাদের সেরাটাই খেলতে হবে।’
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টাইগারদের একাদশে কোন ধরনের পরিবর্তন ছিল না। টানা দুই ম্যাচ হারার পর দাবি উঠেছে কিছুটা পরিবর্তনের। বিশেষ করে পেস আক্রমণে রুবেল হোসেনকে যুক্ত করার কড়া দাবি এখন টাইগারভক্তদের। আজ রুবেল খেলবেন কিনা বা একাদশে পরিবর্তন হবে কিনা এমন কোনো কিছুই জানাতে চাইলেন না অধিনায়ক। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের ম্যানেজম্যান্টের অংশ এবং একাই নই। যে কারণে দলের পরিবর্তনগুলো আমি বাকি সবার সঙ্গে আলোচনা না করে বলতে পারবো না। কারণ অন্যদেরও মতামত থাকতে পারে।’  
এছাড়াও মাঠ  ছোট বলে শুধু যে ক্যারিবীয়রা সুবিধা পাবে তা নয়। বাংলাদেশ দলের সমান সুযোগ আছে বলে মনে করেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘মাঠ ছোট বলে শুধু ক্যারিবীয়রা যে সুবিধা নিতে পারবে তা নয় সেই সুযোগ আমাদেরও থাকবে। হ্যাঁ, এটি সত্যি যে বোলারদের জন্য একটু কঠিন চ্যালেঞ্জ হবে। তবে সেটি আমাদের জন্য যেমন হবে ওদের জন্যও তেমনই হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status