বাংলারজমিন

চিতলমারীতে ঘুষ নেয়ার অভিযোগে এসআই ক্লোজড

চিতলমারী প্রতিনিধি

১৭ জুন ২০১৯, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

এলাকায় ‘বাঘা পুলিশ’ খ্যাত বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) স্বপন সরকার ৫শ’ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজ হয়েছেন। গতকাল চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকূল সরকার জানান, এলাকার বাকের ভাই নামক এক ব্যক্তির কাছ থেকে ৫শ’ টাকা নেয়ার শাস্তিস্বরূপ তাকে পুলিশ লাইনে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়। ডিআইজির এই পদক্ষেপের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশের ইতিবাচক ভূমিকাকে সাধারণ মানুষ প্রশংসা করেছেন। চিতলমারী সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের ফজলুল হক বিশ্বাস ওরফে ‘বাকের ভাই’ সাংবাদিকদের জানান, তার আপন ভাইপোর এসআই পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র এসআই স্বপন সরকারের কাছে আসে। প্রবেশপত্রটি গ্রহণের সময় তাকে নগদ ৫শ’ টাকা দিতে হয়। বিষয়টি খুলনা বিভাগের ডিআইজি অফিস জেনে যায়। সেখান থেকে টেলিফোনে ফজলুল হক ও তার ভাইপোকে দেখা করতে বলেন। খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিন বিপিএম (বার) গত ১০ই জুন বিকাল ৪টার দিকে ফজলুল হক ও তার ভাইপোর কাছ থেকে এসআই স্বপন সরকারের ৫শ’ টাকা গ্রহণের ঘটনাটি শোনেন। এরপর এসআই স্বপনকে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status