বাংলাদেশ কর্নার

উইন্ডিজের তিন তারকাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার

১৬ জুন ২০১৯, রবিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

ক্রিস গেইল সেভাবে ধারাবাহিক হয়তো নন, কিন্তু যে দিন ব্যাটে-বলে লেগে যায়, সেদিন তছনছ করে দেন সব। আন্দ্রে রাসেল সেই তুলনায় ব্যাট হাতে এখন আরো বিস্ফোরক। আর বাংলাদেশের বিপক্ষে নামলেই যেন সেঞ্চুরি করবেন, এমন ধাঁচে ব্যাট চালান শেই হোপ। এই তিন বিপজ্জনক ব্যাটসম্যানকে থামাতে আলাদা পরিকল্পন এঁকেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের জন্য এই তিনজনই হতে পারেন ভয়ের কারণ। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানালেন স্বদেশী এই ভয়ঙ্কর তারকাদের জন্য আলাদা ভাবনা-পরিকল্পনা রয়েছে দলের। বাংলাদেশ দলের ক্যারিবীয় কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘তাদের খেলা দেখেছি। কিছু ভাবনা-পরিকল্পনা তো আছেই। তারা ভীষণ বিপজ্জনক খেলোয়াড়, তাদের আটকে রাখতে হবে, আউট করে নিয়ন্ত্রণ নিতে হবে। এ ছাড়া তাদের দলে অন্যরাও আছে। তবু আমি নিশ্চিত, দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালো খেলবো।’
তাদের মতো বিধ্বংসী না হলেও একইসঙ্গে আক্রমণাত্মক অথচ ধারাবাহিক খেলে রানের চাকা বরাবরই সচল রাখেন শেই হোপ। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৯ ইনিংসে ব্যাট করে ৯৪.৫৭ গড়ে রান তুলেছেন তিনি। সেঞ্চুরি আর ফিফটি পেয়েছেন তিনটি করে। এই ডানহাতিকে নিয়ে তাই আলাদা করে ভাবতেই হচ্ছে বাংলাদেশের থিঙ্ক ট্যাংকের। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ বলেন ‘সে আমাদের বিপক্ষে দারুণ খেলেছে। বিশ্বকাপের আগে অসম্ভব ভালো একটা টুর্নামেন্ট খেলে এসেছে। সে খুব ভালো খেলোয়াড়।
যদি আমাদের পরিকল্পনাগুলোর প্রয়োগ চাই, তবে আমাদেরকে নিজেদের কাজে মন দিতে হবে।’ সবশেষ আইপিএলে ব্যাট হাতে বিধ্বংসী ফর্ম দেখিয়েছেন আন্দ্রে রাসেল। আসরে ৫২টি ছক্কা হাঁকান এ ক্যারিবীয় ব্যাটসম্যান। আগামীকাল টনটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সমারসেট কাউন্টি গ্রাউন্ডে লো শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। আর টনটনের সমারসেট কাউন্টি ভেন্যু বিধ্বংসী ব্যাটসম্যান গেইলের পয়মন্ত মাঠই। কাউন্টি লীগে টনটন মাঠে সমারসেটের হয়ে ৫০৫ রান রয়েছে গেইলের। এই মাঠে গেইলের রয়েছে ৬২ বলে হার না মানা ১৫১ রানের এক ইনিংসও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status