বিনোদন

শুরু হতে যাচ্ছে বিএফডিসি কমপ্লেক্সের নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার

১৫ জুন ২০১৯, শনিবার, ২:৫৮ পূর্বাহ্ন

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, বিএফডিসিকে আধুনিক ডিজাইনে সাজানো হবে। এরইমধ্যে বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেটও প্রস্তাব করা হয়েছে। সেখানে চলচ্চিত্র খাতে বিশেষ কোনো বরাদ্দ না থাকলেও প্রকল্পের আওতায় হল নির্মাণের সিদ্ধান্ত রয়েছে তথ্য মন্ত্রণালয়ের। প্রকল্পটির অবকাঠামোগত কোনো কাজ শুরু হয়নি এখনো। তবে খুব শিগগিরই বিএফডিসি কমপ্লেক্স হতে যাচ্ছে ১৫ তলা বিশিষ্ট। জানা যায়, বর্তমান এফডিসির মধ্যেই তৈরি হবে এই কমপ্লেক্স। আর এই কমপ্লেক্সে সিনেমা হল, শুটিং ফ্লোর, হোটেলসহ থাকবে আরও অনেক রকম কাজ করার সুযোগ। প্রকল্পটির ডিরেক্টর অব প্রোডাকশন পদে থাকা এফডিসির টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কে এম আইয়ুব আলী জানান, প্রকল্পটির অগ্রগতি ভালোভাবেই এগুচ্ছে। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুর দিকে বিএফডিসি কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরো জানা যায়, বাজেটের মঞ্জুরি ও বরাদ্দের দাবি সমূহের উল্লেযোগ্য কার্যাবলিতে তথ্য কমিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও জেলা পর্যায়ে ২৬টি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে এবার। আর এই তথ্য কমপ্লেক্সেই থাকবে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status