ইংল্যান্ড থেকে

‘লড়াই হবে সমানে সমান’

ইশতিয়াক পারভেজ, টনটন (ইংল্যান্ড) থেকে

১৫ জুন ২০১৯, শনিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

‘ওয়ানডে ফর চিলড্রেন’- ইউনিসেফের এই প্রোগামের জন্য চলছে অর্থ সংগ্রহ। আইসিসি’র পার্টনার হওয়াতে বিশ্বকাপে অংশ নেয়া সব দলই শিশুদের সঙ্গে বিশেষ একটি দিন কাটাচ্ছে। গতকাল টনটনের সমারসেট স্টেডিয়ামে ইনডোরে শিশুদের কোচিং ক্লিনিকে অংশ নেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে সেখানে বড় বাধা হয়েছিল আইসিসি’র কঠোর নিরাপত্তা। এই নিরপত্তা ছিল শুধুমাত্র সংবাদকর্মীদের সঙ্গে। সমারসেট স্টেডিয়ামে প্রবেশেই বাধা দেয় তারা। পরে ঢুকতে দিলে বসতে দেয়নি প্রেস বক্সে। এছাড়াও শিশুদের সঙ্গে টাইগারদের খেলার সময়ের ছবি তুলতেও বাধা দেন আইসিসির নিরাপত্তা কর্মীরা। যদিও ক্রিকেট সংস্থাটি ইংল্যান্ড বিশ্বকাপে ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তবে তারা প্রতিটি পদে বেশ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন সংবাদকর্মীদের জন্য। এরই মধ্যে ইনডোরে এককোণে কথা বলতে আসেন বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয় এই লিজেন্ডের দলের বিপক্ষেই টাইগাররা ১৭ই জুন মাঠে নামবে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে। টনটনের ছোট মাঠে গেইল, রাসেলদের হুমকি থাকলেও তার আশা লড়াই হবে সমানে সামান। তিনি বলেন, ‘আমি মনে করি দুই দলেরই লড়াই করার ক্ষমতা আছে। আমরাও কম নই। আশা করি লড়াই হবে সামানে সামান। ওদের ব্যাটসম্যান আছে আমাদের বোলারও কম নেই।’
টনটনে গতকাল সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রয়েছে তীব্র ঠাণ্ডা বাতাস। তাই মূল মাঠে অনুশীলন খুব একটা সম্ভব হচ্ছিলো না টাইগারদের। তারপরও মাঠে বেশ খানিকটা সময় ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা। এরপর হঠাৎ করেই রোদ উঠে। তাতেই মূল মাঠে শুরু হয় ব্যাটিং বোলিং অনুশীলন। তামিম ইকবালকে দেখা যায় শুরুতেই ব্যাট হাতে নেটের দিকে হেঁটে যেতে। মূলত তার সামনে এই বিশ্বকাপে ফেরার চ্যালেঞ্জ। অনেকটা সময় ব্যাট হাতে নেটে সময় কাটান তিনি। এর আগে ফিল্ডিংয়েও ছিলেন বেশ মনোযোগী। অধিনায়ক মাশরাফি নিজেও ছিলেন অনুশীলনে।
অন্যদিকে ঐচ্ছিক অনুশীলন হলেও ১১ জন ক্রিকেটার মাঠে এসেছেন। তবে গতকালও বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ইংল্যান্ডের ম্যাচ থেকেই রয়েছেন ইনজুরিতে। তবে তার ইনজুরি গুরুতর নয় বলেই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সে সঙ্গে দলের প্রধান কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে দলের অন্যতম সেরা এই ক্রিকেটারকে। এছাড়াও গতকাল অনুশীলনে আসেননি রুবেল হোসেন, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে পরিবর্তন আসছে সেটা অনেকটাই নিশ্চিত। তবে দলে কয়জন পরিকর্তন হবে বা কারা আসছেন সেটি পরিষ্কার করে জানায়নি টিমম্যানেজমেন্ট। বিশেষ করে গেইল রাসেলদের প্রতিরোধ করার কঠিন চ্যালেঞ্জতো আছেই। আয়ারল্যান্ডে যে ক্যারিবীয়দের বিপক্ষে খেলে বিশ্বকাপে সেই দলটিতে অনেক পরিবর্তন। বলা চলে নতুন ওয়েস্ট ইন্ডিজ। তবে কোচ প্রতিপক্ষকে নিয়ে নয় নিজেদের দিকেই তাকাতে চান। তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দলের দিকে তাকানোর প্রয়োজন নেই। ভাবতে হবে নিজেদের নিয়েই। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিক ভালো করছি।’
এদিকে রুবেল হোসেনের ক্যারিবীয়দের বিপক্ষে খেলা সম্ভাবনার কথা জোরালোভাবেই শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত দলে তিনি কার পরিবর্তে আসবেন সেই প্রশ্নও রয়েছে । শুধু তাই নয়, ক্যারিবীয়দের আটকাতে পেস না স্পিন অস্ত্র ব্যবহার হবে সেটি নিয়েও রয়েছে রহস্য। অনেকেরই ধারণা- মিরাজ ও  মোসাদ্দেককে বসিয়ে রেখে দলে নেয়া হবে লিটন ও রুবেলকে। কিন্তু এখন পর্যন্ত মিরাজ ও মোসাদ্দেক দু’জনই দলের জন্য দারুণ পারফরমেন্স করেছেন বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে। দু’জনই স্পিনে দলকে এনে দিয়েছে দারুণ প্রাপ্তি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচেও এই দু’জনের অবদান ছিল দারুণ। আর এই কারণে স্পিন কোচ সুনীল যোশী জানিয়েছেন তাদের মূল শক্তিই স্পিন। আর তা দিয়েই ঘায়েল করার পরিকল্পনা হতে পারে ক্যারিবীয়দের। তবে রুবেল হোসেনের সুযোগ পাওয়া নিয়ে বোলিং কোচ বলেন, ‘এটি আসলে নির্বাচকদের ব্যাপার। রুবেল একটা ভালো বছর পার করেছে। এখনো আমাদের আরো কয়েকটি ম্যাচ আছে। আশা করি সে সুযোগ পাবে ও ভালোভাবে কাজে লাগাবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status