দেশ বিদেশ

জামিন পেলেন ছাতকের শামীম চৌধুরী সহ ৪৭ নেতাকর্মী ও ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় আগাম জামিনে থাকা আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীসহ ৪৭ নেতাকর্মী ও ব্যবসায়ী অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন। উচ্চ আদালতের নির্দেশে গতকাল দুপুরে সুনামগঞ্জ সেশন জজ আদালত থেকে তারা জামিন লাভ করেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী। তিনি জানান, ৪৭ জন উচ্চ আদালতে আগাম জামিনে ছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী তারা বুধবার আত্মসমর্পণ করে জামিননামা দাখিল করলে আদালত তাদের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্তদের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়াামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী ছাড়াও রয়েছেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন সজল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন চৌধুরী, ছাতক পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সভাপতি আহমদ শাখাওয়াত সেলিম   চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী চপল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী বাবুল, আফিক আলী, ব্যবসায়ী সুহেল চৌধুরী, যুবলীগ নেতা রুহেল চৌধুরী, নজরুল চৌধুরী, যুবলীগ নেতা নুরুজ্জামান আহমদ চৌধুরী সম্রাট, ফরহাদ আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি জামাল আহমদ ফরহাদ, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ  চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির ছাত্রলীগ নেতা মাহীর আহমদ চৌধুরী, যুবলীগ নেতা ফজলে রাব্বী জনি, দিলোয়ার হোসেন, মামুন মিয়া, কাজল মিয়া, লিটন মিয়া, ইমদাদ হোসেন খোকন, শিপলু আহমদ, ব্যবসায়ী ইকবাল হোসেন, সবুজ আহমদ, টুটুল মিয়া, আক্তার হোসেন, হেলাল মিয়া, দুলাল তালুকদার, ইকবাল হোসেন রানা, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, মঞ্জু মিয়াসহ আরও কয়েকজন। ১৪ই মে রাতে ছাতকে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। হত্যা, পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে ৪৭ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। বুধবার উচ্চ আদালতের নির্দেশে তারা সুনামগঞ্জ সেশন জজ আদালতে আত্মসমর্পণ করে জামিননামা দাখিল করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাদের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status