ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

যে কারণে সরফরাজদের বাহুতে কালো ফিতা

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন

সাম্প্রতিক দুই সাবেক ক্রিকেটার ও আম্পায়ারকে হারিয়েছে পাকিস্তান। গতকাল সাবেক ক্রিকেটার আক্তার সরফরাজ ও আম্পায়ার রিয়াজুদ্দিনের স্মরণে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে কালো বাহুবন্ধনি পরে মাঠে নামে সরফরাজ বাহিনী। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস শেষে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘আমাদের টেস্ট আম্পায়ার রিয়াজুদ্দিনকে হারিয়েছি। তার সম্মানে আমরা কালো ব্যান্ড পরে মাঠে নামবো।’
গত মঙ্গলবার করাচিতে ৬০ বছর বয়সে পাকিস্তানের সাবেক টেস্ট আম্পায়ার রিয়াজুদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৯০ সালে করাচিতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন রিয়াজুদ্দিন। ২০০২ সালে শারজায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি তিনি। এর মাঝে ১২টি টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন রিয়াজুদ্দিন। ১২টি ওয়ানডেতেও আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে গত ১০ই জুন ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান পাকিস্তানের সাবেক ক্রিকেটার আক্তার সরফরাজ। ১৯৯৭-৯৮ পযর্ন্ত মোট ৪টি ওয়ানডে খেলেছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান। তার মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড শোকবার্তা প্রকাশ করে। শোকবার্তায় জানানো হয়, ‘পিসিবি মর্মাহত, আক্তার সরফরাজ আমাদের মধ্যে আর নেই। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পাকিস্তান ক্রিকেট পরিবারের সম্মানের ও ভালোবাসার একজন ছিলেন আক্তার।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status