দেশ বিদেশ

বন সংরক্ষণে প্রচলিত আইনের যথাযথ বাস্তবায়নের সুপারিশ

সংসদ রিপোর্টার

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

 বন সংরক্ষণের জন্য প্রচলিত সব আইনের যথাযথ বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী অক্টোবরের মধ্যে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ সংসদে পাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, মো. মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কার্যক্রম, আমিন বাজারের ডাম্পিং স্টেশনের সমস্যা নিরসনে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন ও গৃহীত ব্যবস্থা, নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেস প্রকল্প) প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে মন্ত্রণালয়ে কোন কর্মকর্তা নিয়োগের পর থেকে কতদিন কর্মরত আছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়েছে। বৈঠকে জানানো হয়, বন শিল্প কর্পোরেশন দেশ-বিদেশে ৪ হাজার ৮৬৫ দশমিক ৫০ টন রাবার বিক্রি করে সর্বমোট ৫৩ দশমিক চার কোটি টাকা আয় করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status