খেলা

চার মাসের জন্য মাঠের বাইরে খালেদ

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

হাঁটুর ইনজুরি নিয়ে অন্তত চার মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন পেসার খালেদ আহমেদ। এলিট ক্যাম্প থেকে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে হাঁটুতে চোট পান এই টাইগার পেসার। তার সেরে উঠতে অস্ত্রোপচারের দরকার বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজেদুল ইসলাম। তিনি জানান, তার (খালেদ) এমআরআই করা হয়েছে। তার হাঁটুর ক্ষতি হয়েছে। সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে তাকে। সার্জারি সম্পন্ন হওয়ার পর কমপক্ষে চার মাস সময় লাগবে সুস্থ হতে।’
ইনজুরি নিয়ে খালেদ আহমেদ জানান, ‘বাসায় বসে বাংলাদেশের খেলা দেখছিলাম। হঠাৎ হাঁটুতে ব্যথা অনুভব করি। এবং পা নাড়াতে পারছিলাম না। আমি পা নাড়াতে চেষ্টা করছিলাম কিন্তু ব্যথার কারণে নাড়াতে পারছিলাম না।’ বাংলাদেশের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী খালেদ আহমেদ। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় খালেদের। চলতি বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেন এ ডানহাতি পেসার। আগামী ৫ই জুলাই আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ২টি ও পাঁচ ওয়ানডে ম্যাচ খেলার কথা বাংলাদেশ ‘এ’ দলের। বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন খালেদও। কিন্তু তার ইনজুরিতে নতুন করে ভাবতে হচ্ছে দলের নির্বাচকদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এটা আমাদের জন্য বড় ধাক্কা। তাকে (খালেদ) আগামী টেস্ট সিরিজগুলোর জন্য আমরা প্রস্তুত করতে চেয়েছিলাম। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচগুলো খালেদের টেস্ট ক্রিকেটের প্রস্তুতির জন্য ভালো প্লাটফর্ম ছিল।’ আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status