খেলা

ভারত-পাকিস্তান দ্বৈরথ

উস্কানিমূলক বিজ্ঞাপনে বিরক্ত সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথকে সামনে রেখে দু’দেশেই বেশ কিছু উস্কানিমূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আর এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়া ভারতীয় হলেও তার শ্বশুরবাড়ি পাকিস্তানে। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দু’দেশের সমর্থকদের উদ্দেশ্যে সানিয়া লেখেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুদেশেই এমন কিছু বিজ্ঞাপন তৈরি হচ্ছে যা শত্রুতা উসকে দিচ্ছে। এসব রাবিশ জিনিস বানিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ানোর কোনো মানে দেখছি না। এটা কেবল ক্রিকেট। ঈশ্বরের দোহাই, যদি এটাকে এর চেয়ে বড় কিছু মনে হয়, তবে ভালো কিছু করুন।’ গত ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন আধা-সামরিক জওয়ান নিহত হয়। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। রাজনৈতিক কারণে এবার ভারত-পাকিস্তান ম্যাচটি বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এরই মধ্যে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস একটি বিজ্ঞাপন প্রচার করছে। সেখানে বলা হয়েছে, ভারত হলো বাংলাদেশ ও পাকিস্তানের বাপ। জবাবে পাকিস্তান আবার একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের মতো দেখতে মডেলকে দেখা যায় চায়ের কাপ হাতে । তিনি চা খাচ্ছেন। তাকে প্রশ্ন করা হয়, টস জিতে গেলে কী করবে? তিনি উত্তর দেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ।’ পুলওয়ামা হামলার জবাব দিতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সীমানায় ঢুকে বোমা হামলা চালিয়েছিল। কিন্তু ফেরার সময় পাকিস্তানি বিমান বাহিনীর তাড়ায় একটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। আর তারই পাইলট ছিলেন অভিনন্দন। তাকে আটক করে পাকিস্তানের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে এক পাকিস্তানি মেজর তার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বেশ কিছু প্রশ্ন করেন। আর কিছু প্রশ্নের জবাবে অভিনন্দন বলেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ...।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status