বাংলারজমিন

নোয়াখালী সদর হাসপাতালে শিশুসহ ১০ জন আহত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৩ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

আতঙ্কে রোগীরা, দালালের মাধ্যমে হাসপাতাল ছাড়ছে স্বজনরা। নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পড়ে ৫ শিশুসহ ১০ জন আহত হওয়ার পর রোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন স্বাজনরা। এ সময় রোগীর স্বজনদের অনেকটা আতঙ্কগ্রস্ত দেখা যায়। গতকাল সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে হাসপাতালের ছাদের পলেস্তরা খসে পড়ে। এতে শিশু ওয়ার্ডে থাকা শিশু রোগীসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রোগীদের বের করে আনেন। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ মানবজমিনকে জানান, ভবনটি দীর্ঘদিন থেকেই ঝুঁকিপূর্ণ। রোগী বেশি হলে আমরা সেখানে কোনো মতে চিকিৎসা করাই। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status