বিশ্বজমিন

ভারতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশের অথৈ দ্বিতীয়

মানবজমিন ডেস্ক

১২ জুন ২০১৯, বুধবার, ১১:৪০ পূর্বাহ্ন

শিশুপ্রতিভা আর্টিস্ট এডমুন্ড ক্লিন্ট-এর স্মরণে আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভারতের গুজরাটের ১২ বছর বয়সী পার্থ যোশি। আর দ্বিতীয় বাংলাদেশের ১৪ বছর বয়সী  নাফিসা তাবাসসুম অথৈ। এডমুন্ড ক্লিন্টের স্মরণে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল চিলড্রেনস অনলাইন পেইন্টিং কম্পিটিশন। এতে ৪ থেকে ১৬ বছর বয়সী বিশ্বের যেকোনো শিশু অংশ নিতে পারে। এবার ৯৬টি দেশ থেকে এতে জমা পড়েছিল ৩৯০০০ চিত্রকর্ম। তার ভিতর থেকে বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় মঙ্গলবার। পর্যটন বিষয়ক মন্ত্রী কাদাকামপালি সুরেন্দ্র ১১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন। এর মধ্যে ১৫ জন পরিবারের সদস্যদের নিয়ে আকর্ষণীয় ট্যুর দেয়া সুযোগ পাবে। আর এই ১৫ জনের মধ্যে ১০ জনই বিদেশী। এ খবর দিযেছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পার্থ যোশির বাড়ি গুজরাটের বড়োদরায়। সে সহ শীর্ষ চারজন বিজয়ী ভারতীয়। তারা পরিবারের দু’জন সদস্য সহ কেরালায় ৫ রাতের জন্য ভ্রমণ করতে পারবে।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের নাফিসা। সে সহ বিদেশী ৯ জন শিশু শীর্ষ স্থানীয় পুরস্কার পেয়েছে। তারাও পরিবারের দু’জন সদস্যকে সঙ্গে নিয়ে কেরালায় একই রকম ট্যুরের সুযোগ পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status