দেশ বিদেশ

বাজেট অধিবেশন চলবে ১১ই জুলাই পর্যন্ত

সংসদ রিপোর্টার

১২ জুন ২০১৯, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন চলবে ১১ই জুলাই পর্যন্ত। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদে আগামী ২০১৯-২০ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শেষে তা ৩০শে জুন পাস হবে। এরপর ১লা জুলাই থেকে ৬ই জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমিটির সদস্য বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া,আনিসুল হক,আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-এ আলম চৌধুরী অংশ নেন। সংসদ সচিবালয় জানিয়েছে, কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকাল ৩টা থেকে অধিবেশন বসবে। আগামী ২২ ও ২৯শে জুন সাপ্তাহিক বন্ধের দিনও (শনিবার) সংসদের বৈঠক বসবে। অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর সরকার ও বিরোধী দলের সদস্যরা ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা করবেন। সংসদে ১৬ই জুন ২০১৮-১৯ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে এবং ১৭ই জুন তা পাস হবে। পরদিন ১৮ই জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ৩০শে জুন রোববার তা পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলী নির্বাচিত করা হয়। তারা হলেন- মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, এ বি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ। এরপর সাবেক মন্ত্রী-এমপি ও বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছেন,সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক,সাবেক এমপি এবিএম তালেব আলী,আবদুল আলী মৃধা,মো. আব্দুল মজিদ মাস্টার ও এ কে এম বজলুল করিম। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ভাসুর রফিক আহমেদ সিদ্দিক,বিশিষ্ট অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ,একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী, একুশে পদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফ, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী, সংগীতগুরু খালিদ হোসেন, পুলিশের অতিরিক্ত আইজিপি রৌশন আরা, বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান,নন্দিত অভিনেতা সালেহ আহমেদ ও অভিনেত্রী মায়া ঘোষ এবং ঘূর্ণিঝড় ফণীর আঘাতে,রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এই শোক প্রস্তাব আনা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status