এক্সক্লুসিভ

‘বন্দুকযুদ্ধে’ ২ আসামি গুলিবিদ্ধ

দাউদকান্দিতে গার্মেন্টকর্মীকে গণধর্ষণ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

১১ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে পড়ে এক গার্মেন্টকর্মী গণধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল এলাকার একটি মৎস্য খামারের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গতকাল বিকাল ৩টার দিকে দাউদকান্দির দৌলদ্দি এলাকা থেকে আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশ ও আসামিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় গোলাম রাব্বি ও রাব্বি আহমদ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই এএসআই ও দুই কনস্টেবলসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল

থানার ওসি রফিকুল ইসলাম। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের পদ্মা গার্মেন্টে অপারেটর পদে কর্মরত এক কর্মীর (২০) সঙ্গে প্রায় এক বছর আগে ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের রমিজ মিয়ার ছেলে গোলাম রাব্বীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাব্বী ওই গার্মেন্টকর্মীকে বিয়ে করবে বলে ডেকে আনে। সে জানায় এ ব্যাপারে তার বাবা-মা সম্মতি দিয়েছেন। এজন্য সরাসরি দেখতে চান। ওই গার্মেন্টকর্মী ওইদিন বিকাল ৪টার দিকে বাসযোগে চট্টগ্রাম থেকে রওয়ানা করে রাত ১২টার দিকে দাউদকান্দি বাস স্টেশনে এসে পৌঁছান। এ সময় প্রেমিক গোলাম রাব্বী, তার বন্ধু আল আমিন ও রাব্বি আহমদসহ কয়েকজন তাকে নিয়ে একটি সিএনজিযোগে রওয়ানা করে। এরপর ওই গার্মেন্টকর্মীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল এলাকার একটি মৎস্য খামারের অফিস কক্ষে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য বুঝতে পেরে গার্মেন্টকর্মী চিৎকার শুরু করে। এ সময় তারা ওড়না দিয়ে গার্মেন্টকর্মীর মুখ চেপে ধরে প্রাণনাশের হুমকি দেয়। তারপর ভোর রাত ৪টা পর্যন্ত তাকে গণধর্ষণ করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মালিখিল গ্রামের আলমগীর হোসেনের ছেলে আল আমিনকে চান্দিনা উপজেলা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, রোববার বিকাল ৩টার দিকে দাউদকান্দির দৌলদ্দিস্থ স্লুইসগেট এলাকায় অভিযানে গেলে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গোলাম রাব্বী ও রাব্বি আহমদ গুলিবিদ্ধ হয়। এ সময় থানার এএসআই আমির হোসেন ও প্রদীপ কুমার এবং দুই কনস্টেবলসহ চার পুলিশ সদস্য আহত হন। দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, আহত গোলাম রাব্বী ও রাব্বি আহমদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status