ইংল্যান্ড থেকে

চ্যালেঞ্জ নিয়ে ব্রিস্টলে টাইগাররা

ইশতিয়াক পারভেজ, কার্ডিফ থেকে

১০ জুন ২০১৯, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

‘কার্ডিফ বে’ থেকে উড়ে আসা সিগালগুলো স্বাধীন। তারা যেখানে সেখানে উড়ে বেড়ায়। নীরব শান্ত শহরের প্রায় সব জায়গাতেই পাখির কলকাকলিই আপনি শুনতে পারবেন। তার মাঝে শুনবেন বাংলাদেশ নিয়ে আলোচনাও। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ট্যাক্সিতে উঠতেই ড্রাইভাররা শুরু করেন টাইগারদের হার নিয়ে আলোচনা। এমনকি গতকাল সকালেও পাকিস্তানি একটি গ্রোসারি শপে চমকে দিলেন মালিক তানভির মোহাম্মদ। বলেন, ‘তোমাদের একটাই সমস্যা সেটি গতিময় বোলারের অভাব। দেখো ইংলিশ বোলাররা ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করছে। এমন বোলার না হলে চলবে না। মাশরাফি দারুণ বোলার, তবে সেতো ইনজুরির কারণে ঠিকভাবে খেলতেই পারছে না। ফিজও (মোস্তাফিজ) তেমন কার্যকর নয় এখন।’ দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাদে বাকি দুটি ম্যাচেই হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল। সেখানে প্রকট ভাবে চোখে পড়েছে পেস বোলিংয়ের দুর্বলতা। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এই চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে ব্রিস্টলে বৃষ্টির সম্ভাবনা।
কার্ডিফ থেকে গতকালই বাংলাদেশ দল পৌঁছেছে ব্রিস্টলে। এখানেই তাদের পুরনো কোচ চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল। এই ম্যাচে বাংলাদেশ স্বপ্ন দেখছে ঘুরে দাঁড়ানোর। দুই ম্যাচ হারের পর এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। এই লড়াইয়ে পিছিয়ে পড়লে ফিকে হয়ে আসবে বিশ্বকাপে টিকে থাকার স্বপ্নও। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলেও ইংলিশদের বিপক্ষে করেছে অসহায় আত্মসমর্পণ। এই হারের ব্যাখ্যা কি! সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে ভালো ব্যাটিং করেছি। ইংল্যান্ড দারুণ ব্যাটিং করেছে। ওপেনাররা ভালো করেছে। আর বাটলারের ফিনিশিং টার্নিং পয়েন্ট অব দ্য ম্যাচ।
৩২০-৩৩০ রান হলে ম্যাচটাতে আমাদের সুযোগ থাকতো। ৩০ ওভারের দিকে আমাদের রান ২ উইকেটে ১৮০ এর মতো ছিল। শেষ ২০ ওভারে ২০০ রানের মতো দরকার ছিল। টি-টুয়েন্টিতে অনেক সময় এটি হয়ে যায়। কিন্তু মুশফিক ও মিঠুন পরপর আউট হয়ে যাওয়ায় আমরা লড়াই করতে পারিনি।’
তবে ব্রিস্টলে হাথুরুর শ্রীলঙ্কার চেয়েও বড় প্রতিপক্ষ হবে বৃষ্টি। আগামী দুইদিনে আবহাওয়ার পূর্বাভাস বলছে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ। আর সেটি হলে মাঠে ম্যাচের উপরও বাজে প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। ম্যাচ না হলে শেষ পর্যন্ত যদি পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে টাইগারদেরই। কারণ বিশ্বকাপের  সেমিফাইনালে যেতে হলে টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে এগিয়ে থাকতে হবে।

অন্যদিকে বোলিং ছাড়াও টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর পথে আরো এক চিন্তার নাম ফিল্ডিং। প্রথম তিন ম্যাচেই বাজে ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও ফিল্ডিং নিয়ে প্রশ্ন ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে হারেরও একটি কারণ এই ফিল্ডিং। আর ইংলিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী ছিল ভয়াবহ। যদিও সাকিব এই বাজে ফিল্ডিংয়ের কারণ হিসেবে মাঠের আকার ও কন্ডিশনকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন ও মাঠের ডাইমেনশন একটু ভিন্ন। ওভালের মাঠ অনেক বড় ছিল। স্বাভাবিকভাবেই আমাদের স্পিনাররা মাঠে আক্রমণাত্মক থাকে। কিন্তু এখানে সেটি হওয়া যায়নি। আর সামনের দিকটা আয়তনে  ছোট হওয়ায় ওরা ওদিকেই চড়াও হয়েছে।’

বলার অপেক্ষা রাখেনা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পরিবর্তন আসবে বাংলাদেশ দলে। ধারণা করা হচ্ছে তিন ম্যাচে ব্যর্থ মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুনের পরিবর্তে দলে আসতে পারেন সাব্বির রহমান। এ ছাড়াও খেলানো হতে পারে পেসার রুবেল হোসেনকেও। তবে তাকে খেলাতে হলে মিরাজ, সাইফুদ্দিন, কিংবা মোস্তাফিজকে যেতে হতে পারে মাঠের বাইরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status