বাংলাদেশ কর্নার

‘বাংলাদেশের কাছে হার অঘটন নয়’

স্পোর্টস ডেস্ক

৮ জুন ২০১৯, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

কার্ডিফে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের স্বাগতিক দল ইংল্যান্ড। এই ম্যাচে টাইগারদের কাছে পরাজিত হলে সেটিকে ‘অঘটন’ বলতে নারাজ ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। তিনি বলেন, ‘আমার মনে আছে, ২০১০ সালে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারটা। ওটাকে অঘটন বলা যায়। কিন্তু এই টুর্নামেন্টে তাদের কাছে হারলে সেটি অঘটন হবে না। তারা শক্তিশালী দল।’
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে, বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে। তবে র‌্যাঙ্কিং যে কেবল একটা সংখ্যা, সেটি বাংলাদেশ প্রমাণ করে ওভালে। ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের ২১ রানে হারায় মাশরাফি বিন মুর্তজার দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই বাংলাদেশ এগিয়ে ছিলো দক্ষিণ আফ্রিকার চেয়ে। ওই ম্যাচের প্রসঙ্গ টেনে পেসার প্লাঙ্কেট বলেন, ‘আমি দেখেছি বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কীভাবে হারিয়েছে। ওটা কোনো অঘটন ছিলো না।’ প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়াই ফেলে দিয়েছে বাংলাদেশ। সাবেক-বর্তমান ক্রিকেটারদের মুখে এখন মাশরাফিদের বন্দনা। তবে পাকিস্তানের শোয়েব আখতার, ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ বলেন, এই জয় কোনো অঘটন নয়। আর ভিভিএস লক্ষ্মণ, আকাশ চোপড়া, মোহাম্মদ কাইফদের মতো ভারতের সাবেক ক্রিকেটারও ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ দলের। যদিও ইংলিশ ও ভারতীয় কিছু গণমাধ্যম একে ‘অঘটন’ বলেছে।
উপমহাদেশের দলের বিপক্ষে আইসিসির টুর্নামেন্টে রেকর্ড খুব একটা ভালো নয় ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়ে উড়ছিল তারা। কিন্তু পরের ম্যাচেই পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে এউইন মরগানের দল। আর বাংলাদেশেল বিপক্ষে বিশ্বকাপে ৩ দেখায় ২টিতেই হেরেছে ইংলিশরা। গত আসরে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। ইংলিশদের ক্রিকেট ইতিহাসে যা এক লজ্জার অধ্যায় হয়ে আছে। ওই হারের পর ইংল্যান্ডের ক্রিকেট খেলার ধরনেও বেশ পরিবর্তন এসেছে। চিরাচরিত রক্ষণাত্মক স্টাইল ছেড়ে তারা আক্রমণাত্মক ক্রিকেটকে বেছে নিয়েছে। সুফলও পেয়েছে। এখন তারা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। তারপরও বাংলাদেশকে সমীহ করছেন মরগানরা।
বাংলাদেশ-ইংল্যান্ড দুদলই নিজেদের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচে হেরেছে। কার্ডিফের ম্যাচটি তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে। একাদশে পরিবর্তন আসনে পারে ইংল্যান্ড। গত ম্যাচে মার্ক উডের কাছে জায়গা হারিয়েছিলেন প্লাঙ্কেট। আজ একাদশে ফিরতে পারেন তিনি। কার্ডিফে বল হাতে রেকর্ডটা মোটামুটি ভালোই প্লাঙ্কেটের। ১৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। এ মাঠে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪/৫৩ ছিল তার বোলিং ফিগার। কার্ডিফে এখন পর্যন্ত বিশ্বকাপের দুটি ম্যাচ খেলা হয়েছে। দুটিই লো স্কোরিং। ওই ম্যাচগুলোতে উইকেট বেশ সবুজ ছিলো। পেসাররাই দাপট দেখিয়েছেন বেশি। এ বিষয়টি খেয়াল রেখে পেস শক্তিটা বাড়িয়ে নিতে পারে ইংল্যান্ড। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। সুযোগ পেতে পারেন লিটন দাস। তবে সবকিছু নির্ভর করবে আবহাওয়ার ওপর। আবহাওয়ার পুর্বাভাস বলছে, কার্ডিফে আজ হানা দিতে পারে বৃষ্টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status