ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

‘নির্লজ্জ’ ম্যাককালামের আরেক টুইট

স্পোর্টস ডেস্ক

৪ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতবে বাংলাদেশ- এমন ভবিষ্যদ্বাণী করে সমালোচনার মুখে সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক কিউই অধিনায়ক ম্যাককালাম বলেছিলেন, টাইগারদের একমাত্র জয়টি আসবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু ম্যাককালামের ভবিষ্যদ্বাণী কে মিথ্যা প্রমাণ করে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেলো বাংলাদেশ। আর বাংলাদেশের জয়ের পর টাইগারদের প্রশংসায় করে এক ‘কিন্তু’ রাখেন ম্যাককালাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করায় টাইগারদের ধন্যবাদ দিয়ে টুইটারে তিনি লেখেন, ‘অসাধারণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। আমি আশা করছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে। কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। আমার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করায় বাংলাদেশকে ধন্যবাদ। তারা তালিকার শেষের দল হবে না। বাংলাদেশ শেষ পর্যন্ত গড়পড়তা অবস্থানে থাকবে। সব ম্যাচ তো জিততে পারবে না।’
গত ৩১শে মে বিশ্বকাপে কোন দল কয়টি ম্যাচ জিতবে, এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ম্যাককালাম। তাতে বাংলাদেশকে সবার নিচে রাখেন এই কিউই সাবেক অধিনায়ক। তার ভবিষ্যদ্বাণীতে আফগানিস্তানকেও রাখা হয় বাংলাদেশের উপরে। শুধু বাংলাদেশই নয়, ম্যাককালাম শ্রীলঙ্কাকেও রেখেছেন আফগানিস্তানের নিচে। এবারের বিশ্বকাপ রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হওয়ায় সবাই সবার সঙ্গে ম্যাচ খেলবে। তাতে প্রতিটি দলের ম্যাচ সংখ্যা ৯টি। ম্যাককালাম তার ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, নিজেদের  ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই জয় পাবে। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতবে আফগানিস্তান। ম্যাককালামের মতে শ্রীলঙ্কাও একটি ম্যাচ জিতবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী ৫ই জুন ম্যাককালামের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status