ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ জ্যাক ক্যালিস

স্পোর্টস ডেস্ক

৩ জুন ২০১৯, সোমবার, ১২:০৬ অপরাহ্ন

বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ শুরু করলো বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন জয়ের পর এখন সবার মুখে টাইগারদের প্রশংসা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসও। এই সাবেক প্রোটিয়া তারকা বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ যেভাবে পারফরম্যান্স করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে। কম সময়ের মধ্যে একটা দল হিসেবে তারা যত দূর এসেছে তা খুব আশ্চর্যজনক। বিশেষ করে তাদের ব্যাটিং ছিল বেশ আকর্ষনীয়।’

ওভালে রোববার বাংলাদেশকে রেকর্ড রানের উচ্চতায় তুলে নিয়েছিলেন ব্যাটসম্যানরা। এরপর মোস্তাফিজ, সাকিব ও সাইফুদ্দিনদের দলীয় প্রচেষ্টায় ২১ রানে জয় পায় টাইগাররা।

টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। মাঠে নিজেদের কৌশলগুলো প্রোটিয়ারা ঠিকমতো কাজে লাগতে পারেনি বলে মনে করেন ক্যালিস। প্রোটিয়াদের পরফরমেন্স নিয়ে ক্যালিস বলেন, ‘আমি পরে বুঝতে পেরেছিলাম কেন এমনটা হয়েছিল। টসের পর ডু প্লেসি ফিল্ডিং বেছে নিয়ে অতিরিক্ত পেসার কেন ব্যবহার করতে চেয়েছিল সেটাও বুঝেছি। উইকেট তার কৌশল কাজে লাগার মতো তেমন আচরণ করেনি। শুরু থেকেই আমাদের ফুল লেংথ ও স্ট্রেইট বল করা দরকার ছিল।’

অন্যদিকে উইকেটে নিজেদের পরিকল্পনা বাংলাদেশ ঠিকমতো কাজে লাগাতে পেরেছে বলে বিশ্বাস করেন ক্যালিস। উইকেটে টাইগারদের জন্য সহায়ক ছিল বলে মনে করেন ক্যালিসের। তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের সবকটি জুটি কাজে লাগাতে পেরেছে এবং এক সময় ৩০০ পেরিয়ে যেতে পেরেছে। এটা চেজ করা সব সময় কঠিন কাজ। শেষ চার ওভারে তাদের ৫০ এর ওপর রান দেওয়াটা আমাদের ভুগিয়েছে এবং চূড়ান্তভাবে পার্থক্যটা গড়ে দিয়েছে। বাংলাদেশ খেলার পরিকল্পনা ভালো ভাবে কাজে লাগিয়েছে এবং উইকেটের সঙ্গে তাদের বোলিং কৌশল ভালো ভাবে মিলে গেছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status