বিশ্বজমিন

নেপালের পূর্বাঞ্চলে তীব্র তেল সংকট

মানবজমিন ডেস্ক

৩১ মে ২০১৯, শুক্রবার, ২:২০ পূর্বাহ্ন

তীব্র তেল সংকট দেখা দিয়েছে নেপালের পূর্বাঞ্চলে। সেখানে গত ২ দিন ধরে তেলের কোনো সাপ্লাই যাচ্ছে না। নেপালের এই অংশে ভারত থেকে ট্যাংকারে করে তেল সরবরাহ করা হয়। কিন্তু গত ৫ দিন ধরে ভারত থেকে কোনো ট্যাংকার আসছে না নেপালে। জানা গেছে, ভারত-নেপাল সীমান্তে আটকে আছে প্রায় ৭৩টি তেলের ট্যাংকার। এগুলোকে ঢুকতে দেয়া হচ্ছে না নেপালে। পশ্চিমবঙ্গের পানির টাংকি কাস্টমস পয়েন্টে আটকে আছে ট্যাংকারগুলো।

তেল না আসায় নেপালের জাহপা, ইলাম, পাঞ্চতার ও তেপলেজুংসহ বেশ কয়েকটি স্থানের পেট্রল পা¤পগুলো বন্ধ হয়ে আছে। জাহপা এলাকার অয়েল কর্পোরেশন দফতর থেকে জানানো হয়েছে, এসব এলাকায় প্রতিদিন ১ লাখ লিটার পেট্রল ও ৩ লাখ লিটার ডিজেল দরকার। কিন্তু ভারত সীমান্তে নতুন অনলাইন এন্ট্রি সিস্টেমের কারণে এখন কোনো তেলই আসছে না। তিনি বলেন, নেপাল-ভারত সীমান্ত অতিক্রমকারী ট্যাঙ্কারগুলোর রেকর্ড রাখতে ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহ থেকে অনলাইন ব্যবস্থা চালু করলেও এখন সিস্টেমে সমস্যার কথা বলে ট্যাঙ্কারগুলো আটকে রাখা হয়েছে। ট্যাঙ্কারগুলো ছেড়ে দিতে কাস্টমস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে পদুয়াল জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status