অনলাইন

গাজীপুরে এয়ারকুলারের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ২

স্টাফ রিপোর্টার

২৭ মে ২০১৯, সোমবার, ১০:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরের এক পোশাক কারখানায় এয়ার কুলারের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দ্বগ্ধ হয়ে এসি’র দুই টেকনেশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কারখানার তিনজন অপারেটর আহত হয়েছেন। নিহতরা হলেন, চট্রগ্রামের মীরসরাই থানার ফরহাদ হোসেন এবং সাতক্ষিরা জেলার কলারোয়া থানা এলাকার সিরাজুল ইসলাম।

গাজীপুর পুলিশ ও ফায়ার সার্ভিসর স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি বানিয়ারচালাস্থিত স্মোগ গ্রুপের ইভা সোয়েটার কারখানা ভবনের নিচ তলার জ্যাকার্ড সেকশনের একটি এয়ার কুলারের (এসি) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

ফরহাদ রোববাবর ঢাকা থেকে তার সহকারী (হেলপার) সিরাজুল ইসলামকে নিয়ে এসে ওই এসি’র ত্রুটি মেরামতের কাজ করছিলেন। মেরামত কাজের একপর্যায়ে রাতে সোয়া ৯টার দিকে এয়ারকুলারের কমপ্রেসারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার ও সিলিন্ডারের পাইপ বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের শিখা বুকে মুখে লেগে দ্বগ্ধ হয়ে এবং সিলিন্ডারের স্পিøন্টারের আঘাতে ফরহাদ ও তার সহকারী সিরাজুল ইসলাম আহত হন।

এ ঘটনায় কারখানার অপারেটর শাহ আলম, নুরুল আমিন ও আব্দুল কাদির আহত ও দ্বগ্ধ হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ফরহাদকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনায় এসি’র টেকনেশিয়ান ফরহাদ ও তার সহকারী সিরাজুল ইসলাম নিহত এবং কারখানার তিন অপারেটর দ্বগ্ধ হন। ঘটনার সময় বিকট শব্দে বিষ্ফোরণের কারণে আগুন আশেপাশের বিভিন্ন মেশিনপত্র ও ফেব্রিক্সে ছড়িয়ে পড়লে দোতলা ওই কারখানা ভবনে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে কারখানা থেকে একযোগে বের হতে গিয়ে আরো ৫ শ্রমিক আহত হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরতে গিয়ে বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status