অনলাইন

এবার মালিবাগে পুলিশকে লক্ষ্য করে হামলা

স্টাফ রিপোর্টার

২৬ মে ২০১৯, রবিবার, ১০:২৮ পূর্বাহ্ন

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। রাত পৌণে দশটার দিকে মালিবাগ রেলগেট মোড়ে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এমন হামলায় ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট রাশেদা খানম ও এক রিকশাচালক আহত হয়েছেন। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে, আহত ট্রাফিক পুলিশ সদস্য ও রিকশাচালকের আঘাত খুব বেশি গুরুতর নয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস মানবজমিনকে বলেন, দুবৃর্ত্তদের হামলায় একজন পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কে বা কারা এমন হামলা করেছে সে বিষয়ে এখনো জানতে পারেনি পুলিশ। এর আগে, গত ২৯শে এপ্রিল রাজধানীর গুলিস্তানে ট্রাফিক পুলিশের একজন ও কমিউনিটি পুলিশের দুই সদস্যকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) হোলি আর্টিজান হামলার প্রায় দুই বছর পর বাংলাদেশে কোন সফল হামলা হয়েছে বলে দায় স্বীকার করে।

আইএসের মুখপত্র আমাক নিউজের মাধ্যমে এমন খবর জানিয়েছিল আইএস। তবে, গুলিস্তানে নব্য জেএমবির সদস্যরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছিল জঙ্গিবাদবিরোধী ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি) ইউনিট। নব্য জেএমবির সদস্যরা ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে বিস্ফোরক বানায় বলেও সিটিটিসি সূত্রে জানা যায়। তবে, বিস্ফোরক তেমন শক্তিশালী না হওয়ায় গুরুতর আঘাত থেকে বেঁচে যান পুলিশের ওই তিন সদস্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status