প্রথম পাতা

বগুড়ায় নুরের ওপর হামলা

বগুড়া প্রতিনিধি

২৭ মে ২০১৯, সোমবার, ১০:২৬ পূর্বাহ্ন

বগুড়ায় ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। গতকাল বিকালে শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি চত্বরে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে যোগ দিতে বগুড়ায় আসেন ভিপি নুর। বিকালে বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন চত্বর এলাকায় পৌঁছলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়। এ সময় তাকে বেধড়ক মারধর করে। এতে নুরের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার আগেই এম্বুলেন্স যোগে তাকে ঢাকা নেয়া হয়। এ ঘটনায় নুরের সঙ্গে আসা আপন, ফারুক, রাতুল নামের আরো তিন কোটা আন্দোলনের নেতা আহত হয়েছেন বলে পুলিশ জানায়।

এবিষয়ে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজা জানান, ভিপি নুর বগুড়ায় আসবেন- সে খবর প্রশাসনকে জানাননি। হামলার শিকার হওয়ার পর ৯৯৯ ফোন দিলে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। নুরের সহপাঠীরা তাকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে এম্বুলেন্স যোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নুর পৌরপার্কের উডবার্ন লাইব্রেরির দিকে যাচ্ছিলেন। তার আগে থেকেই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পার্কে জড়ো হয়ে অবস্থান নিয়েছিলেন। নুর অনুষ্ঠানস্থলে প্রবেশের সঙ্গে সঙ্গেই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিশ-পঁচিশ জনের একটি দল তার ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করে। লাঠির আঘাতে নুরের কপালের উপরের অংশ ফেটে যায়। তাকে উদ্ধার করতে এসে আরো তিন সহপাঠী হামলার শিকার হন। পরে স্থানীয় আয়োজনকারীদের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।

এবিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status