দেশ বিদেশ

চিকিৎসকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান ডা. এ আর খানের

স্টাফ রিপোর্টার

২৭ মে ২০১৯, সোমবার, ১০:০৪ পূর্বাহ্ন

তত্ত্বাবধারক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান চিকিৎসকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, তাদের একটু মিষ্টি কথায় মৃত্যুশষ্যাশায়ী একটি রোগীও সুস্থ হয়ে উঠতে পারেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। তিনি প্রিয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, দোহার-নবাবগঞ্জ বহু বছরের পুরাতন সেতুবন্ধনে আবদ্ধ। আমারা একে অপরের আত্মার আত্মীয়। বিনাসুতায় গাঁথা একটি মালা। দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের মাধ্যমে পুনরায় এর বহিঃপ্রকাশ ঘটায় আমি অন্তর থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছি। দোহারের কৃতী সন্তান বলেন, আপনারা এ সংগঠনকে লালন পালন করেন, আমি আপনাদের পাশে আছি। এত বয়স হয়েছে তারপরও মনের টানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দলমতের ঊর্ধ্বে থেকে কাজ চালিয়ে যেতে হবে। আমি এই সংগঠনের সাফল্য কামনা করছি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক মো. রাশিম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মাহবুবা চৌধুরী বলেন, আত্মার টানে সকলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য চলে এসেছি। এমন একটি প্ল্যাটফরম আরো আগেই দরকার ছিল। তবে অনেক পরে হলেও যে হয়েছে সেজন্য আয়োজকদের প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই সংগঠনের কারণেই আজ আমরা সকলে এক কাতারে আসতে পেরেছি। সংগঠনের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এসোসিয়েশন ফর সোস্যাল সার্ভিসেস-এর চেয়ারপার্সন ও সংগঠনের উপদেষ্টা কেএম বাবর আশরাফুল হক বলেন,  দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের উদ্যোগকে স্বাগত জানাই। বিভিন্ন পেশার ব্যক্তিদের এক কাতারে নিয়ে আসায় আমাদের যেকোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারব। জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাসার তিনি  দোহার-নবাবগঞ্জবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানান। নিজ নিজ কমিউনিটির সহায়তার মাধ্যমে বৃহৎ কিছু গড়ে উঠতে পারে। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বাবুল মিয়া  বলেন,  এই সংগঠনের মাধ্যমে সকল  পেশার মানুষগুলো এক হলে মানবিক  সেবা প্রদান করা সম্ভব। তবে এই প্ল্যাটফরমকে রাজনীতি মুক্ত রাখতে হবে। অনুষ্ঠানে ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহামেদ বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর দোহার-নবাবগঞ্জ হবে একটি সম্ভাবনাময় স্থান। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। এলজিইডির প্রকল্প পরিচালক  প্রকৌশলী মো. সেলিম মিয়া বলেন, পেশাজীবীদের এত বড় জমায়েত এর আগে আমি দেখিনি। এ ছাড়া, আরো বক্তব্য রাখেন প্রধান মৎস্য কর্মকর্তা কৃষন্দু সাহা। সান করপোরেশনের সিও লুৎফর রহমান নাদিম ।

সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান খানের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মোস্তাক আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কাযক্রম শুরু হয়। বিকাল ৫টার মধ্যেই রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টের ক্রিস্ট্রাল হল ?রুমটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।  অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যাংকার ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status