দেশ বিদেশ

সাব-রেজিস্ট্রারদের জালিয়াতি

৪ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

স্টাফ রিপোর্টার

২৭ মে ২০১৯, সোমবার, ১০:০৪ পূর্বাহ্ন

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন এবং রেজিস্ট্রেশন করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে ৪ ঘটনায় গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার, দলিলদাতা, গ্রহিতা ও দলিল লেখকসহ ২০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের প্রধান কার্যালয়ের এক সভায় এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ ছিল সাব রেজিস্ট্রারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে তাদের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।  দুদকের আইন অনুযায়ী সাব রেজিস্ট্রারসহ ২০ জনের বিরুদ্ধে  চারটি মামলার অনুমোদন দেয়া হয়েছে। চার মামলায় যাদের আসামি করা হবে তারা হলেন, সাবেক সাব-রেজিস্ট্রার গোলাম ফারুক, দলিলদাতা মো. এখলাছ উদ্দিন চৌধুরী, মো. শফিকুল ইসলাম, খাতেমুন নেছা, রোকিয়া বেগম, রাশিদা বেগম, আনোয়ারা বেগম, মো. শামসুল হক, মো. এনামুল হক,  দলিল গ্রহীতা এমদাদ হোসেন ফিরোজ, গ্রহীতা  মো. আনোয়ার হোসাইন,  মো. দেলোয়ার হোসাইন, মো. ওমর ফারুক, মো. এনামুল হক, আমিরুল ইসলাম, দলিল লেখক জুয়েল আহম্মেদ, ওয়াসিম শেখ, মো. মো. আবু জাফর, মো. সেলিম মিয়া ও মো. তোফাজ্জল হোসেন। তবে, দলিলদাতা মো. ফাহাদ নাবালক হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না। দুদক জানায়, এই জালিয়াতির ঘটনা ঘটেছে ২০১৫ সালের নভেম্বর মাসে। এই ঘটনার অনুসন্ধানকারী কর্মকর্তা হলেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফজলুল বারী। যে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয়ে জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে ২ লাখ ২০ হাজার ৬১০ টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status