বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে কোরিয়ান ছবির জয়

বিনোদন ডেস্ক

২৭ মে ২০১৯, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

বিশ্বের জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের সমাপ্তি হলো পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে। শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় সোয়া ১১টা থেকে শুরু হয় কানের সমাপনী অনুষ্ঠান। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার সবাইকে চমকে দিয়ে ৭২তম আসরে স্বর্ণ পাম জয় করলো দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। এর পরিচালক বঙ জুন- হো। বিশ্ব সিনেমার সবচেয়ে বড় এই সম্মান তার হাতে তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। ‘প্যারাসাইট’ ছবির গল্প চার সদস্যের একটি পরিবারকে ঘিরে। তাদের সবাই বেকার। ভবিষ্যৎ উজ্জ্বল করতে এক ধনকুবেরের বাড়িতে মিথ্যার আশ্রয় নিয়ে ঢোকে এই পরিবার। এদিকে ‘পেইন অ্যান্ড গ্লোরি’তে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আন্তোনিও ব্যান্দেরাস। আর  সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের এমিলি বিচাম। জেসিকা হজনারের ‘লিটল জো’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এর বাইরে অন্যান্য পুরস্কার যারা পেয়েছেন তারা হলেন- গ্র্যান্ড প্রিক্স: আটলান্টিকস, (মাতি দিওপ), জুরি প্রাইজ: লা মিজারেবল (লাজ লি),  বাকুরাউ (ক্লেবার  মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেস), সেরা নির্মাতা: জ্যঁ-পিয়ের এবং লুক দারদেন (দ্য ইয়ং আহমেদ), সেরা চিত্রনাট্যকার: সেলিন সিয়ামা (পোট্রেট অব অ্যা লেডি অন ফায়ার), জুরি স্পেশাল মেনশন: ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান), ক্যামেরা দ’র: আওয়ার মাদার্স (সিজার দিয়াজ),  সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস), জুরি স্পেশাল মেনশন(স্বল্পদৈর্ঘ্য): মনসত্রুও দিওস, (অগাস্তি না স্যান), কুইর পাম (ফিচার): পোট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (সেলিন সিয়ামা) এবং কুইর পাম (স্বল্পদৈর্ঘ্য): দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status