বিশ্বজমিন

সকল আগ্রাসন থেকে ইরান নিজেকে রক্ষা করবে: বাগদাদে জারিফ

মানবজমিন ডেস্ক

২৬ মে ২০১৯, রবিবার, ৪:৪৭ পূর্বাহ্ন

ইরান নিজেকে যে কোনো সামরিক ও অর্থনৈতিক আগ্রাসন থেকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। রোববার ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি ইরান পরমাণু চুক্তি রক্ষায় আরও পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববারে জাভাদ জারিফের সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাকিম। জারিফ বলেন, আমরা উপসাগরীয় অঞ্চলের আরব রাষ্ট্রগুলোর সঙ্গে স¤পর্ক স্থাপন করতে চাই। এর আগে ইরান তাদের সঙ্গে অনাক্রমণ চুক্তি সাক্ষরের আহ্বান জানিয়েছিল। কিন্তু কেউ যদি ইরানের ওপর অর্থনৈতিক বা সামরিকভাবে আক্রমণ করে তাহলে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বো।

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হাকিম বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে ইরানের চলমান উত্তেজনায় প্রতিবেশি ইরানকেই সমর্থন দেবে ইরাক। মার্কিন অবরোধের বিষয়ে তিনি বলেন, বাগদাদ বিশ্বাস করে না অর্থনৈতিক অবরোধ সফল হবে। আমি সৎ ও স্পষ্টভাবে বলতে চাই, ইরাক যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান করছে। আমরা ইরানের পাশে আছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status