অনলাইন

শায়েস্তাগঞ্জে মদিনা হোটেলকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

২৬ মে ২০১৯, রবিবার, ১১:৫০ পূর্বাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সোনার মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৫শে মে বেলা সাড়ে তিনটায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পণ্য সংরক্ষণ ও বিক্রি হচ্ছে কি-না তা তদারকি করা হয়েছে। এর মধ্যে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির অপরাধে সোনার মদিনা হোটেল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এতে সার্বিক সহায়তায় ছিল শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার তদারকির অংশ হিসেবে (প্রয়োজনীয়) অভিযোগ করতে বলা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status