অনলাইন

আগাম টিকিট বিক্রির শেষ দিন আজও স্টেশনে উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

২৬ মে ২০১৯, রবিবার, ১০:৩২ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। শেষ দিনেও স্টেশনগুলোতে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আজ বিক্রি হচ্ছে ৪ঠা জুনের টিকিট।

শেষ দিনের টিকিটের জন্য গতরাত থেকেই স্টেশনগুলোতে অপেক্ষায় টিকিট প্রত্যাশী যাত্রীরা। সকালে সে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে ৪ঠা জুনের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের টিকিট।

এদিকে, আগামী ২৯শে মে থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। ২৯শে মে দেয়া হবে ৭ই জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১শে মে এবং ১লা ও ২রা জুন দেয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ই জুনের টিকিট।

একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন। এজন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status