বাংলারজমিন

পরিবার পরিকল্পনা ডিজিকে কিশোরগঞ্জে অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৬ মে ২০১৯, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

পরিবার পরিকল্পনার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোস্তফা সারোয়ারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা দিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলায় পৌঁছুলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবার পরিকল্পনার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোস্তফা সারোয়ার পরিবার পরিকল্পনার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বক্তৃতায় তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানেরও দৃঢ় আশ্বাস প্রদান করেন। এ ছাড়া তিনি সভায় পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে ৮৬টি ছাতা ও গর্ভবতী মায়েদের জন্য ৫০০টি ‘মায়ের ব্যাংক’ বিতরণ করেন। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি) এর সার্বিক পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুন আল মাসুদ খান এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) মতিউর রহমান। অন্যদের মধ্যে জেলা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা কামাল, সদরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. যশোদা দুলাল সাহা (সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট) ও ডা. সাইদুল হাসান বক্তব্য রাখেন। সভা শেষে পরিবার পরিকল্পনার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোস্তফা সারোয়ার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে চত্বরের বাগানে একটি ‘নীলকণ্ঠ’ বৃক্ষরোপণ করেন। প্রসঙ্গত, পরিবার পরিকল্পনার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোস্তফা সারোয়ারের কিশোরগঞ্জে আগমনের মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর কিশোরগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনার কোন মহাপরিচালক আগমন করেন। এ উপলক্ষে জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছ্বসিত ও উদ্বেলিত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status