শেষের পাতা

ভারতে কোচিং সেন্টারে আগুন ১৮ ছাত্র নিহত

মানবজমিন ডেস্ক

২৫ মে ২০১৯, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন

ভারতের গুজরাটের সুরাটের এক কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ১৮ শিক্ষার্থী। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বিকালে সুরাটের তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে  
পড়ে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই ও এনডিটিভি।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, প্রাণ বাঁচাতে চারতলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলা থেকে ঝাঁপ দিচ্ছে শিক্ষার্থীরা। এনডিটিভি জানিয়েছে, এসব শিক্ষার্থীর বেশির ভাগেরই বয়স ১৪ থেক ১৭ বছরের মধ্যে।
কিছু ভিডিওতে দেখা গেছে, ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। এর মধ্যে নিচ থেকে মানুষজন শিক্ষার্থীদের ঝাঁপ দিতে আহ্বান জানাচ্ছেন। চেষ্টা করছেন, নিচ থেকে তাদের ধরে ফেলার।

সংবাদ সংস্থা পিটিআইকে এক দমকল কর্মকর্তা বলেন, তৃতীয় ও চতুর্থ তলার ছাত্ররা নিজেদের বাঁচাতে নিচে লাফ দিয়েছে। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন  নেভানোর কাজ চলছে।
এদিকে, সুরাটের বিধায়ক দর্শনা জারদোশ বলেন, কিছু শিক্ষার্থীর অবস্থা গুরুতর। কিন্তু স্থানীয়রা তাদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।

তিনি আরো জানান, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনটিতে আগুন নেভাতে কাজ করছে দমকল বিভাগের ১৯টি ইউনিট এবং দু’টি হাইড্রোলিক প্ল্যাটফর্ম। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির মালিকদের খুঁজছেন তারা। সম্ভবত তারা পালিয়ে রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সুরাটের অগ্নিকাণ্ডে অত্যন্ত দুঃখিত। শোকসন্তপ্ত পরিবারগুলোকে আমার সহানুভূতি জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। গুজরাট সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।
এছাড়া, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, সুরাটের অগ্নিকাণ্ডে গভীর শোকগ্রস্ত। কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সকল আক্রান্তের জন্য প্রার্থনা করছি। যারা আহত হয়েছে, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মৃতদের আত্মার জন্য আমি প্রার্থনা রইলো। ওম শান্তি।
দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মৃতের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে অগ্নি নিরাপত্তা বিষয়ক অবহেলার কারণে প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৫ সালে বিভিন্ন অগ্নি দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান ১৭ হাজারের বেশি মানুষ। সরকারি সূত্র হিসাবে গতবছর পুরো দেশজুড়ে হওয়া দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণের মধ্যে প্রথমদিকে ছিল অগ্নিকাণ্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status