বিনোদন

ছোট পর্দায় আজ

২৫ মে ২০১৯, শনিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

এটিএন বাংলায় ‘কম্প্র্রোমাইজ’
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘কম্প্রোমাইজ’। হাসান শরীফের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু। পরিচালনায় শৌর্য দীপ্ত সূর্য। নাটকটিতে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, মৌসুমী হামিদ, সাজ্জাদ রেজা, শাহরিয়া নেহা, এ্যানি খান ও আল মামুন। শিক্ষিতা, স্মার্ট, সুন্দরী রিয়া এক সময় চাকরি করতো একটি কর্পোরেট অফিসে। এখন চাকরি করে মালয়েশিয়ায় একটি পাঁচতারা হোটেলে। সেখানে তার সঙ্গে দেখা হয় নানান রকম পুরুষের। অনেকেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নিজের করে পেতে চায়। রিয়া তাদের ভদ্রভাবে এড়িয়ে যায়। কেননা কেউই তার স্বপ্নে দেখা রাজকুমার নয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

চ্যানেল আইতে ‘মেহের নেগার’
চ্যানেল আইতে দুপুর ১.০৫ মিনিটে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মেহের নেগার’ প্রচার হবে। ছবিটি পরিচালনা করেছেন মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। আর এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র প্রমুখ।

এনটিভিতে ‘তবু আমারে দেব না ভুলিতে’
এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তবু আমারে দেব না ভুলিতে’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘তবু আমারে দেব না ভুলিতে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, অপর্ণা ঘোষ, এ কে আজাদ সেতু, চৈতালী চৈতী, সুবহা প্রমুখ। ‘আট বছর পর বিশেষ একটা কারণে দেশে ফিরেছে মাশফিক। একজন মানুষকে খুঁজে বের করতে হবে তাকে। এই খোঁজার মধ্য দিয়েই উঠে আসে আট বছর আগের বিশ্ববিদ্যালয় জীবন, বন্ধুত্ব, প্রেম, প্রতিশ্রুতি আর তা ভঙ্গের চিরায়ত এক গল্প। কিন্তু স্মৃতির অলি-গলিতে মাশফিকের নতুন করে হাঁটার গল্পে থাকে নতুন উপলব্ধিও। জীবন আর সম্পর্ককে বুঝে ওঠার সে যাত্রায় কেউ কাউকে ভুলে যেতে দেয় না, কোন না কোনভাবে জড়িয়ে থাকে জীবনের সাথে।

মাছরাঙায় ‘জাতীয় কবি নজরুল’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে কবি আসাদ চৌধুরী, খিলখিল কাজী ও খায়রুল আনাম শাকিলের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় কবি নজরুল’ প্রচার হবে বিকাল ৩ টা ৩০ মিনিটে। এখানে কবির কবিতা, গান, চিন্তাচেতনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বাংলাভিশনে ‘ওয়েবলাইফ উইথ শেহতাজ’
আজ বাংলাভিশনে প্রচার হবে ‘ওয়েবলাইফ উইথ শেহতাজ’। শেহতাজ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হচ্ছে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণমাধ্যমের বাইরে ইউটিউব, ফেসবুক বা কোনো একটি চমকপ্রদ কাজের মাধ্যমে আলোচনায় আসা পজিটিভ কোনো একজন। সঙ্গে একজন বা একাধিক তারকাশিল্পী।

দেশ টিভিতে ‘প্রিয়জনের গান’
দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানটি আজ বিকাল ৩টা থেকে সরাসরি প্রচার হবে। এ অনুষ্ঠানে প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয়শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজেদের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানান অজানা গল্প। আর প্রিয় মানুষের মুখে শিল্পীর ব্যক্তিগত জীবন বা তার সংগীত ক্যারিয়ারের অনেক অজানা দিকও জানা যায়। পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। বুলবুল ইসলামের প্রযোজনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে গান অথবা শিল্পী সম্পর্কে কোনো তথ্য জানাতে বা জানতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status