বাংলারজমিন

তালতলীতে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

তালতলী (বরগুনা) প্রতিনিধি

২৫ মে ২০১৯, শনিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

তালতলী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল কবির জোমাদ্দার ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যন মনিরুজ্জামান মিন্টু লাউপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ ও সাধারণ ভোটাদের সঙ্গে দেখা করতে গেলে, দুই পক্ষের ভেতরে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের আমতলী, বরিশাল ও পটুয়াখালী হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status