বাংলারজমিন

আইনি সহায়তার দাবি বগুড়া পরিবহন নেতাদের

বগুড়া প্রতিনিধি

২৫ মে ২০১৯, শনিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডের আসামি পরিবহন ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আইনি সহায়তা থেকে অমানবিকভাবে বঞ্চিত করার প্রতিবাদ এবং তার আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বগুড়ার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অবিলম্বে তার আইনি সহায়তা নিশ্চিত করা না হলে ঈদের পরদিন থেকে বগুড়ার বাস, ট্রাক, পিকআপ, সিএনজি চলাচল বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে বিভিন্ন প্রাইভেট যানবাহনের শ্রমিকরাও তাদের কাজ থেকে বিরত থাকবে বলেও জানান তারা। গতকাল বৃহস্পতিবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদের পরে যানবাহন চলাচল বন্ধের ওই আলটিমেটাম দিয়েছেন। পরিবহন মালিক ও শ্রমিকদের এই যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ। লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত আইনজীবী অ্যাডভোকেট শাহীন একজন ভূমি দস্যু ছিলেন। তিনি বগুড়া উপশহরের ১০৪ শতক আয়তনের একটি পুকুর জবর দখল করে সেটা তিনি প্রতারণা করে শাহীন স্কুল নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। ক্রেতা ওই স্কুল কর্তৃপক্ষ এখন জমির দখল না পেয়ে পথে পথে ঘুরছে।
তিনি বলেন অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলামকে বগুড়া বারের সদস্যরা আইনি সহায়তা না দেয়ায় মামলার ধার্য তারিখে ম্যাজিস্ট্রেট আদালতে তিনি নিজেই মুখ করেন। এরপর জেলা জজ আদালতে অ্যাডভোকেট আসাদ নামে একজন আইনজীবী আমিনুল ইসলামকে আইনি সহায়তা দিতে গেলে বার সমিতির সদস্যরা তাকে মারধর করে আদালত থেকে বের করে দিয়েছেন। এই অমানবিক ঘটনাটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন যা পরিবহন সেক্টরে তীব্র অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্নভাবে বগুড়া বারের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন ঈদের আগেই যদি পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলামের আইনি সহায়তা নিশ্চিত করা না হয় তাহলে ঈদের পরদিন থেকেই বগুড়ার সব সেক্টরের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া মোটরমালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সামস উদ্দিন হেলাল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ সিএনজি, পিকআপসহ সব ধরনের যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status