বাংলারজমিন

নীলফামারীর প্রধান সড়কের নির্মাণকাজ নিয়ে ফের কানামাছি খেলা!

নীলফামারী প্রতিনিধি

২৪ মে ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

নীলফামারীর প্রধান সড়কের নির্মাণকাজ নিয়ে ফের শুরু হয়েছে কানামাছি খেলা! জমি ও অবকাঠামোর দর নির্ণয় নিয়ে অনিয়ম, দুর্নীতি, আমলাতান্ত্রিত জটিলতা ও মামলা-মোকদ্দমার কারণে নীলফামারী-দেবীগঞ্জ সড়কের নীলফামারী অংশের কাজ যেভাবে পরিত্যক্ত হয়ে যায় ঠিক একই বেড়াজালে আটকা পড়েছে নীলফামারী-সৈয়দপুর সড়কের নির্মাণ কাজ। প্রায় ২২৫ কোটি টাকা ব্যয়ে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে সৈয়দপুর ওয়াপদা মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও মজবুতীকরণ প্রকল্পের (আর-৫৭০) নানা অনিয়ম নিয়ে এরই মধ্যে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এদিকে নতুন করে সমস্যা বেঁধেছে শহরের প্রবেশদ্বার মশিউর রহমান কলেজ মোড় থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ নিয়ে। এক সড়কের শহর নীলফামারীর এ সড়কটিতে এমনিতেই প্রচণ্ড চাপ। হিমশিম খেতে হয় রাস্তা পারাপারে। দীর্ঘ জানজটে নাকাল সড়কের কোল ঘেষেই গড়ে উঠেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত, মসজিদ, বহুতল ভবন। সূত্র জানায়, প্রথম দিকে কতিপয় জমি ও ভবন মালিক একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় শহরের মাঝ দিয়ে যাওয়া প্রধান সড়ক প্রশস্তকরণে বাদ সঙ্গে এবং একই সঙ্গে জমি অধিগ্রহণের কাজে নিয়োজিত অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে জমি ও অবকাঠামোর আকাশচুম্বী দর নির্ণয়ের বিষয়টি বিভিন্ন মহলে প্রকাশ পেয়ে যায়। ফলে শহরের প্রবেশদ্বার মশিউর রহমান কলেজ মোড় থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত সড়কটি সোল্ডার ব্যারিরেকেই ৩৩ ফুট সড়ক, ডিভাইডার, ড্রেন ও ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেন নীতিনির্ধারকরা। এদিকে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের আহ্বানে সাড়া দিয়ে শহরের বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশত প্রতিনিধি গত ২২শে মে তার কার্যালয়ে মিলিত হন। শহরের ভেতরে সড়ক কেটেছেঁটে ক্যানো ছোট করা হচ্ছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে উপস্থিত সকলকে অবহিত করেন। তার দপ্তরের সঙ্গে সড়ক নির্মাণকাজে নিয়োজিত দপ্তরগুলো সমন্বয় করছেন না বলেও তিনি অভিযোগ করেন। ওই সভা শেষে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সঙ্গে সভায় মিলিত হন সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গতকাল বৃহস্পতিবার শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করা হয় প্রধান সড়ক গাছবাড়ী পর্যন্ত প্রশস্তকরণের দাবিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status