বাংলারজমিন

ঈশ্বরগঞ্জে রাস্তার ওপর বাউন্ডারি ওয়াল, গৃহবন্দি ২টি পরিবার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ মে ২০১৯, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

 ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলাচলের অর্ধশত বছরের পুরানো রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে এক প্রভাবশালী ব্যক্তি। এতে চলাচলকারী ২টি নিরীহ পরিবারকে গৃহবন্দি করার পাঁয়তারা চলছে। বুধবার এ ব্যাপারে প্রতিকার চেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামের শামসুল হুদা মারুফ ও প্রতিবন্ধী সুরুজ মিয়া। তাদের বাড়িতে চলাচলের রাস্তাটি একটি কবর স্থানের পাশে এবং রাস্তাটি ৫০ বছর পূর্বের। অভিযোগ সত্য এ মর্মে স্থানীয় ইউপি সদস্য মোক্তার উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আবু হানিফা আবেদনে আইনি ব্যবস্থা নেয়ার জন্য জোর সুপারিশ করেছেন। অভিযোগকারী শামছুল হুদা মারুফ জানান, উপজেলা নির্বাহী অফিসার আবেদনের প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। বুধবার ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ না করার জন্য প্রভাবশালী প্রতিবেশীকে নিষেধ দিয়েছেন। প্রভাবশালী কুচক্রী মহলটি জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ করবে বলে হুমকি দিচ্ছে। ফলে ২টি পরিবার আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। মারুফ জানান, বাউন্ডারি ওয়াল করে রাস্তাটি বন্ধ করে দিলে তারা গৃহবন্দি হয়ে পড়বে। জীবিকা নির্বাহসহ মসজিদে নামাজ আদায়ের জন্য চলাচল বন্ধ হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status