বাংলারজমিন

শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ইফতার মাহফিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২৪ মে ২০১৯, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.  মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সংবাদপত্র আর সাংবাদিক সমাজ হচ্ছে গোপনীয়তার দুশমন। গোপনীয়তার দুশমন এই জন্যই আমরা যদি কোন অপরাধ করে থাকি এই বিষয়টি জনসম্মুখে আসার একমাত্র  মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম। আর এই সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে কোন ধরনের সংবাদ অবাধ পরিবেশনে কোন রকমের বাধা বা  অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না। আর এটাই আজকের সাংবাদিক সমাজের সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়।’ গত মঙ্গলবার ‘গ্র্যান্ড সুলতার টি রিসোর্ট এন্ড গলফের রশনীমহলে আয়োজিত’ শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আনোয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম প্রমুখ।
এর  আগে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে অনাথ শিশু ও কর্মচারীদের মাঝে খাবারসহ ইফতারী বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status