বিশ্বজমিন

মোদিকে আদভানির অভিনন্দন

মানবজমিন ডেস্ক

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ৫:৩১ পূর্বাহ্ন

অভিনন্দন জানিয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী এলকে আদভানি। তিনি বলেছেন, নির্বাচনে বিজেপিকে এই অপ্রত্যাশিত বিজয় এনে দেয়ার জন্য নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন। দেশের প্রতিটি ভোটারের কাছে বিজেপির বার্তা পৌঁছে দিতে দলের সভাপতি হিসাবে অমিত শাহ ও সব উৎসর্গিত নেতাকর্মীরা সীমাহীন চেষ্টা চালিয়েছেন। বহুত্ববাদী ভারতের মতো এত্ত বড় একটি দেশে এটা এক বিস্ময়কর অনুভূতি যে, নির্বাচনী প্রক্রিয়া এত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। ভোটার ও সব নির্বাচনী এজেন্সির প্রতি আমার অভিনন্দন। উল্লেখ্য, ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অধীনে ভারতের ৭ম উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আদভানি। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম সহপ্রতিষ্ঠাতা ও সিনিয়র নেতা তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status