বিশ্বজমিন

মোদির জয়ের দিনে ভারতে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

মানবজমিন ডেস্ক

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ৫:০৮ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদির জয়কে উপলক্ষে ভারতে হামলা করতে সক্ষম ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। তবে দেশটি দাবি করেছে এটি শুধুমাত্র ভারতের কাছে শান্তির বার্তা পৌছে দেয়ার একটি চেষ্টা। শাহীন-২ নামের এই সার্ফেস টু সার্ফেস ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি বৃহ¯পতিবার উৎক্ষেপণ করা হয়। এর রেঞ্জ ১৫০০ কিলোমিটার অর্থাৎ এটি ভারতকে মাথায় রেখেই তৈরি করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের কৌশলগত চাহিদা পূরণে স¤পূর্ণ সফল হবে শাহীন-২। এই অঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখতে কার্যকরি ভ’মিকা রাখবে এই ক্ষেপণাস্ত্র। এই সফলতার জন্য এর প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status