খেলা

৪৮ নয় ৩২ দল নিয়েই কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ১:১৫ পূর্বাহ্ন

২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলে সংখ্যা ৩২ থেকে ৪৮ করার পরিকল্পনা ছিল। তবে নানান সমস্যার কারণে কাতার বিশ্বকাপে ৪৮ নয় ৩২ দল নিয়েই অনুষ্ঠিত হবে, জানিয়েছেন ফুটবল আন্তর্জাতিক সংস্থা ফিফা।
গত বছর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপে ৪৮ দলের অর্ন্তভূক্তির বিষয়টি ২০২৬ সাল থেকে এগিয়ে ২০২২ সালে আনা হতে পারে। পরবর্তিতে এই সিদ্ধান্ত থেকে সরে এলেন ফুটলব অভিভাবক  সংস্থা ফিফা। ফিফার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনে কাতারের উপর চাপ পরবে। আর এখন সময়ও নেই। নতুন করে কিছুর পরিকল্পনার। আর কাতারের সঙ্গে সহযোগী দেশ নিয়ে তা করা যায় কিনা তাও দেখা হয়েছে।’

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে, ‘২০২২ সালের বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা, পরিবর্তনের জন্য আমরা সবসময় প্রস্তুত। টুর্নামেন্ট শুরু হতে এখনো সাড়ে তিনবছর বাকি আছে। এটা নিশ্চিত করতে চাই,  ২০২২ বিশ্বকাপ এ যাবতকালের সবচেয়ে সেরা আসর হবে। এবং এটা আবর বিশ্বের গর্ব করার মতো।’
২০১০ সালে কাতার বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়। সাধারণত জুন-জুলাই মাসে বিশ্বকাপ হলেও কাতারের গরম আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে নভেম্বর-ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status