বিনোদন

মায়ের কবরেই শায়িত হবেন খালিদ হোসেন

স্টাফ রিপোর্টার

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ১১:৪৭ পূর্বাহ্ন

একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকার খালিদ হোসেনকে কুষ্টিয়ায় তার মায়ের কবরেই চিরশায়িত করা হবে। বিষয়টি জানিয়েছেন তার ছেলে আসিফ। তার আগে সকালে এই শিল্পীর মরদেহ নেওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে। গতকাল রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালিদ হোসেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মোহাম্মদপুরের তাজমহল রোডের বাইতুল আমান মিনা মসজিদে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় খালিদ হোসেনের মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে নেওয়া হয়। এরপর কুষ্টিয়ার  কোর্টপাড়ায় অসিয়ত মতো তার মায়ের কবরেই সমাহিত করা হবে খালিদ হোসেনকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status