বাংলারজমিন

সীতাকুণ্ডে মতবিনিময় সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ৮:১৯ পূর্বাহ্ন

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোসতাক খন্দকারের পরিচালনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের সামনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় তুলে ধরে তাদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও দরিদ্র শিক্ষার্থীদেরকে বিশেষ সুবিধা দেয়া হয় এবং প্রতিষ্ঠানটিতে ৯৩ জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক অধ্যাপনায় নিয়োজিত আছে। বিশ্বের ৩০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি ৫ হাজারতম স্থানে আছে। সাংবাদিকদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং লেখাপড়ার মান বিশ্বের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করেন। মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, বোর্ড অব ট্রাস্টির সদস্য মুহাম্মদ নুরুল্লাহ, প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. আব্দুল হামিদ চৌধুরী, প্রিমিয়ারী ইউনিভার্সিটির ট্রেজারার ও সীতাকুণ্ড সমিতির সাবেক সেক্রেটারি প্রফেসর একেএম তফজ্জল হক, আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল(অব.) মোহাম্মদ কাসেম পিএসসি, প্রক্টর ড. মোহাম্মদ কাওসার আহম্মেদ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ এম সেকান্দর হোসাইন, প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ এম হেদায়েত, প্রেস ক্লাব সেক্রেটারি সৌমিত্র চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাশসহ হল প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সম্মানে ইফতারের অয়োজন করা হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status