দেশ বিদেশ

মৌলভীবাজার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ডা, মুস্তাক সভাপতি, এলাইছ মিয়া সম্পাদক

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৯, বুধবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ইফতার মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মৌলভীবাজার জেলা সমিতি ঢাকার নব নির্বাচিত সদস্যরা। গতকাল গুলশানের একটি রেস্টুরেন্টে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট তবারক হোসেইন। অনুষ্ঠানে জেলা সমিতির সদস্যরা ছাড়া সিলেট বিভাগের বিশিষ্টজনরা অংশ নেন। বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- জালালাবাদ এসেসিয়েশন এবং মৌলভীবাজার জেলা সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব সৈয়দ আবদুল মুক্তাদির। প্রাক্তন আইজি (প্রিজন) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন, এস এ মুইজ সুজন, প্রাক্তন অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক সৈয়দ বজলুল করিম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, জালালাবাদের সহ-সভাপতি ও ভবন ট্রাস্টের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদের সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ মিঠু, ব্যবসায়ী নেতা নাজমুল ইসলাম লাকী ও সদস্য মতিউর রহমান প্রমুখ।
নতুন কমিটির নেতৃত্বে যারা: সংগঠনের ২০১৯-২০ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ সৈয়দ মুশতাক আহমদ। আর সাধারণ সম্পাদক হয়েছে এলাইছ মিঞা। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি: জসিম উদ্দিন আহমদ (দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর), আব্দুল মতিন ক্রোরী, এমএ রউফ, এড. জসীম উদ্দিন আহমেদ, বনমালী ভৌমিক বলাই; কোষাধ্যক্ষ: মোঃ মানিক মিয়া; যুগ্ম সম্পাদক: ফাহিমা খানম চৌধুরী, এড. মোঃ আতিকুর রহমান, এডভোকেট আকদ্দছ আলী; সাহিত্য সম্পাদক: সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকিম তাহমী; সংস্কৃতি সম্পাদক: আব্দুল মজিদ চৌধুরী মিন্টু; সাংগঠনিক সম্পাদক: মোঃ মতিউর রহমান; ক্রীড়া সম্পাদক: মোঃ মাহবুব মোর্শেদ ইমন; দপ্তর সম্পাদক: মোঃ হাবিবুর রহমান বাবলা; মহিলা বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার সৈয়দা সীমা করিম; প্রচার সম্পাদক: মোহাম্মদ নেছার আলী; সদস্য: আব্দুল কাদির মাহমুদ, এড. তবারক হোসেইন, নাজমুল ইসলাম লাকী, নাসির উদ্দিন আহমেদ মিঠু, মোঃ ইমাম মেহেদী চৌঃ এনাম, এম এ আহাদ, এম এ কাদির, মোঃ সাইদুর রহমান, হাবিবুর রহমান, মোঃ খলিলুর রহমান, লাকিমনি দেবনাথ, মাসুদ আহমেদ, ফাহমীর হাবীব চৌধুরী; বৈদেশিক সদস্য: শাহানারা বেগম চৌধুরী।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status