এক্সক্লুসিভ

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৯, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। এসময় রাজিব দেওয়ান (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ৪৪৬) আসা ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করেন রাজিব। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় দেহ তল্লাশি করতে চাইলে তিনি কোনা রকমের সহযোগিতা না করে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করে তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা রঙয়ের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ৬৫টি স্বর্ণবার পাওয়া যায়। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান অথেলা চৌধুরী। আটক রাজীব দেওয়ান মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহা পাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status