খেলা

স্মিথ-ওয়ার্নারকে ‘দুয়ো’ না দিতে মঈনের অনুরোধ

স্পোর্টস ডেস্ক

২২ মে ২০১৯, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ভালোভাবে গ্রহণ করবে না ইংল্যান্ডের দর্শকরা- সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘাঁটলেই বুঝা যায় সেটি। কিছুদিন আগে ইংল্যান্ড দলের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ ফটোশপ করে ওয়ার্নারের জার্সির বুকে ‘প্রতারক’ শব্দ জুড়ে দেয়। বাস্তবেও ইংলিশ সমর্থকদের কাছ থেকে ‘দুয়ো’ শুনেছেন তারা। স্মিথ-ওয়ার্নাদের প্রতি এমন আচরণ না দেখানোর জন্য নিজ দেশের ভক্তদের অনুরোধ জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী। স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইংলিশ অলরাউন্ডার মঈন বলেন, ‘আমি আশা করি, তাদের খুব বেশি সমস্যা হবে না। আমি চাই, তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে। পুরো সফরটা ভালোভাবে শেষ করতে পারে।’ গত বছর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গিয়ে বল টেম্পারিং কান্ডে ১ বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ-ওয়ার্নার। তাদের ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান মঈনের কন্ঠে।
মানুষ মাত্রই ভুল- চিরন্তন সত্য কথাটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বিষয়গুলো মজার মধ্যে রাখাই ভালো। ব্যক্তিগত আক্রমণে গেলে সেগুলো জটিল হয়। আমাদের সবারই ভুল হয়ে থাকে। আমরা মানুষ এবং আমাদের আবেগ রয়েছে। আমি জানি, ভেতর থেকে ওরা দু’জনই অসাধারণ মানুষ। আমি আশা করবো, বিশ্বকাপে তাদের সঙ্গে ভালো আচরণ করা হবে। আমি শুধু চাই তারা যেনো ক্রিকেটেই নিজের মনোযোগ রাখতে পারে।’ ১লা জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২৫শে জুন চিরপ্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অ্যারন ফিঞ্চের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status