বিনোদন

ঈদে নাগরিক টিভিতে সাত দিনের আয়োজন

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৯, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

আসছে ঈদে সাত দিনের বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে নাগরিক টিভি। এর মধ্যে থাকছে ১৫টি বাংলা সিনেমা, ১৪টি একক  ও ৪টি ধারাবাহিক নাটক  এবং ৭টি লাইভ কনসার্ট ‘গানের মেলা’। এসব তথ্য জানাতে সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক টিভি। এ সময় চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও বিজেএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক, নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, কন্ঠশিল্পী শাহনাজ বেলীসহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, টেলিভিশন এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি ভালো অনুষ্ঠান উপহার দিতে। সবার চেষ্টায় নিশ্চয়ই টেলিভিশন ইন্ড্রাস্ট্রি ভালোর দিকে এগিয়ে যাবে।  অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, লাইভ কনসার্ট ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন রাত ১১টায় শুরু হবে। এতে প্রথম দিন থাকবে গানের দল ‘জলের গান’, দ্বিতীয় দিন আসিফ আকবর, তৃতীয় দিন ‘দলছুট’, চতুর্থ দিন মনির খান-রিজিয়া পারভীন, পঞ্চম দিন ইমরান ও মাহতিম শাকিব, ষষ্ঠ দিন শাহনাজ বেলী এবং সপ্তম দিন লিজা। তিনি আরো জানান, ১৫টি সিনেমার মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ৯টি, মান্না অভিনীত ৪টি এবং সালমান শাহ অভিনীত ২টি ছবি। ঈদ ধারাবাহিকগুলোর মধ্যে মৃত্তিক মিরাজের রচনা এবং পরিচালনায় ‘স্ক্যাইম্যান’ প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অভিনয় করেছেন সজল, ঈশানা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। এরপর ৭টায় থাকছে আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘ওভার স্মার্ট’। এই ধারাবাহিকে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, মুনিরা মিঠু, অহনা, নাদিয়া, নাজিরা মৌসহ আরও অনেকে। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘ডায়াবেটিস’ প্রচার হবে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ভাবনা, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, জামিল হোসেন, পাভেলসহ অনেকে। রাত ১০টা ২০ মিনিটে থাকছে  মারুফ মিঠুর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নকল হইতে সাবধান’। এছাড়াও রয়েছে আরো নানা আয়োজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status