বাংলারজমিন

স্কুলছাত্রী বর্ষার আত্মহত্যা মোহনপুরের ওসি ক্লোজড

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২২ মে ২০১৯, বুধবার, ৮:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার বর্ষা আত্মহত্যা মামলা তদন্তের স্বার্থে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ। জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মোহনপুর উপজেলার বাকশিমইল স্কুলছাত্রী বর্ষাকে অপহরণের পর নিপীড়ন করে স্থানীয় বখাটে মুকুল। এই নির্যাতনের পর গত ২৩শে এপ্রিল মামলা দায়ের করতে গেলে ভুক্তভোগীর পরিবারকে হেনস্থা করেন মোহনপুর থানার ওসি আবুল হোসেন। ৪ দিন ধরে মামলা না নিয়ে নানাভাবে টালবাহানা করতে থাকেন তিনি। অবশেষে পুলিশ সুপার  মো. শহিদুল্লাহর হস্তক্ষেপে ঘটনার ৪দিন পর ২৪শে এপ্রিল মামলা নেন ওসি। এই মামলায় স্থানীয় বখাটে মুকুলসহ ও বর্ষার সহপাঠী সোনিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় এরপরও মুকুলের পরিবার বর্ষাকে নানা ধরনের কটুক্তি অপবাদ দিতে থাকে। এই অপমানে গত বৃহস্পতিবার নিজ ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মোহনপুরের বিলপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে বর্ষা।
এরপর থানায় আরেকটি মামলা দায়ের করেন তার বাবা। এই মামলাতেও মুকুল ও তার মা সহ ১৩ জনকে আসামি করা হয়। মামলায় মুকুলসহ ৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, দু’টি মামলায় অধিকতর তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। একইসাথে মামলা যথাসময়ে না নেওয়ায় মোহনপুর থানার ওসি আবুল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ডিআইজি ও পুলিশ সুপারের কার্যালয় থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status