অনলাইন

ধনবাড়ীতে স্বামীর নির্যাতনে অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২১ মে ২০১৯, মঙ্গলবার, ১০:২৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বামীর নির্যাতনে ৫ মাসের অন্তসত্ত্বা রুমা আক্তার (১৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের চকভিকি গ্রামে। সোমবার বিকালে ধনবাড়ী থানা পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বেলাল হোসেনকে (২৮) আটক করেছে।

অভিযোগ উঠেছে, রোববার দাম্পত্য কলহের জেরে স্বামী বেলালের শারীরিক নির্যাতনে অতিরিক্ত রক্তক্ষরণে তার দ্বিতীয় স্ত্রী রুমা আক্তারের মৃত্যু হয়েছে। বেলাল সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া গ্রামের আবদুল খালেকের বিদেশ ফেরত ছেলে। নিহত রুমা আক্তার বেলালের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় যদুনাথপুরের চকভিকি গ্রামের আপন চাচাতো বোন রোজিনা বেগমকে বিয়ে করে।

বিয়ের পর বেলাল বাড়িঘর করে ওই গ্রামের বাসিন্দা হয়ে যান। রোজিনা চকভিকি গ্রামের আবদুস সামাদের মেয়ে। প্রবাসে থাকা অবস্থায় প্রথম স্ত্রী রোজিনা বেলালকে ছেড়ে পরকীয়ার টানে প্রেমিকের সঙ্গে চলে যায়। বেলাল দেশে ফিরে নতুন করে ঘর সংসারের আশায় রংপুরের মেয়ে রাজধানীতে থাকা রুমা আক্তারের সঙ্গে মোবাইলে সম্পর্ক করেন। রুমা একপর্যায়ে বেলালের কাছে চলে আসেন। বয়স না হওয়ায় বিনা রেজিস্ট্রিতে বিয়ে করেন তারা। বিয়ের কয়েক মাসে সন্তান সম্ভবা হন রুমা।

এদিকে বেলালের প্রথম স্ত্রী রোজিনা আবার সংসারে ফিরে আসবে গুঞ্জনে রুমা বেলালের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। বেকার বেলাল নানা সময়ে রুমার ওপর নির্যাতন চালায়। খাওয়ার ব্যবস্থা না করেই কয়েকদিনের জন্য বাড়ি ছাড়া হয়ে থাকেন। এ সময় রুমা অন্যের বাড়িতে কাজ করে চেয়ে-চিন্তে চলতেন। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, অত্যন্ত মানবেতর জীবন ছিল রুমার।

স্থানীয়রা ধারণা করছেন, রোববার সন্ধ্যায় রুমা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ্য হন। তাকে প্রথমে ধনবাড়ী ও পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্বামী বেলালকে আটক করেন।

মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম জানান, রুমার লাশ ও বেলালকে ধনবাড়ী থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status