বাংলারজমিন

শ্রীমঙ্গলে ধান সংগ্রহ

শ্রীমঙ্গল প্রতিনিধি

২১ মে ২০১৯, মঙ্গলবার, ৯:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনুষ্ঠিকভাবে ধান ক্রয় করা শুরু হয়েছে। গতকাল সকাল ১১টায় শহরের ভানুগাছ রোডস্থ উপজেলা খাদ্য গুদামের এ আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ডক্টর মো. আবদুুস শহীদ এমপি এই কার্যক্রম আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা  নজরুল ইসলাম। শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবির হোসেন জানান, আনুষ্ঠিকভাবে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুইজন কৃষকের কাছ থেকে একটন করে মোট দুইটন ধান সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, একহাজার চল্লিশ টাকা মণ দরে দুইশ’ একষট্টি জন প্রান্তিক ও বর্গাচাষি কৃষকদের কাছ থেকে একটন করে এই ধান সংগ্রহ করা হবে। আর সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ মিলাররা ১৪৪৯ টন চাল আমাদেরকে দেবেন। এর মধ্যে ৩১৮ টন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে তিনটি মিল মালিকের কাছ থেকে নেয়া হবে। আর ১১৩১ টন সিদ্ধ চাল ৩৫ টাকা কেজি দরে দিবে দু’টি মিল মালিক।
ইতিমধ্যে আমাদের কাছ থেকে চুক্তিবদ্ধ পাঁচ মিলমালিক বস্তা নিয়ে গেছেন। তারা চাল উৎপাদনও শুরু করে দিয়েছেন।
তিনি যোগ করেন যদিও নীতিমালায় আছে একজন কৃষক তিনটন করে ধান দিতে পারবেন। আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত  হয়েছে সকল কৃষক যাতে সুযোগ পান সেজন্য প্রতিজন একটন করে দেবেন। এ কার্যক্রম চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status