অনলাইন

প্রেস ক্লাবে সুন্নতের দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনী

স্টাফ রিপোর্টার

২০ মে ২০১৯, সোমবার, ৪:৪৩ পূর্বাহ্ন

রাসুল (সা.) এর সুন্নতের দুষ্প্রাপ্ত সামগ্রী প্রদর্শনী ও সেমিনার করেছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এ প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রর পক্ষ থেকে এ প্রদর্শনীতে সেখানে গরু-খাসির দস্তরখানা, কাঠের প্লেট, বাটি, গামলা, চকি, চামড়ার নালাইন,মোজা, চামড়ার বালিশসহ সুন্নতি খাবার তালবীনাহ, নাবীয,ছারীদ, কিসসা ইত্যাদি দুস্প্রাপ্য সুন্নতি সামগ্রী রাখা হয়। একই সঙ্গে বিক্রিও করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, সবাই যাতে সুন্নতের উপর আমল করতে উৎসাহিত হয় এবং দুষ্প্রাপ্য সুন্নতী সামগ্রী সহজে পেতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সুন্নত প্রচারের লক্ষ্যে রাজারবাগ দরবার শরীফে প্রতিষ্ঠা করা হয়েছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র। সেখান থেকে সরাসরি সংগ্রহ করা যায়। এছাড়াও ভ্রাম্যমান সুন্নত সুন্নত প্রচার কেন্দ্রের গাড়ী এবং অনলাইনে অর্ডার করে এসব সামগ্রী পাওয়া যায়। সুন্নতের উপকারিতা এবং অপরিহার্যতা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, সুন্নত পালনের মধ্যেই রয়েছে মুক্তি। সুস্থতাসহ সকল কামিয়াবি। বক্তারা, বিজাতীয় অনুসরণ অনুকরণ পরিত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে সম্মানিত সুন্নতের অনুসরণ তথা সুন্নতী খাবার গ্রহণ, তৈজসপত্র ব্যবহার, সুন্নতী পোশাক পরিচ্ছদ পরিধানের আহবান জানান তারা।

যাকাতের গুরুত্ব প্রসঙ্গে বক্তারা বলেন, নিসাবের অধিকারী প্রত্যেক মুসলমানের জন্য যাকাত আদায় করা ফরজ। কিন্তু আক্বীদা আমল যাচাই বাছাই ছাড়া শরীয়ত বিরোধী কাজে লিপ্ত অথবা শরীয়ত বিরোধী কাজে ব্যবহার করে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যাকাত দেয়া জায়েজ নয়। এতে যাকাত আদায় হবে না।

সেমিনারে বক্তারা বলেন, যারা সঠিকভাবে যাকাত আদায় করতে চান তারা মাদ্রাসা ও এতিমখানায় যাকাতের অর্থ দিতে পারেন। এক্ষেত্রে মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদরাসা ও এতিমখানায়ও যাকাতের অর্থ দিতে পারেন বলে জানান তারা।

আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের উদ্যোগে এবং আল মুত্বমাইন্নাহ মা ও শিশু হাসপাতালের সৌজন্যে এ সেমিনারে বক্তব্য রাখেন- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার মুহতামিম মুফতি মুহম্মদ আলমগীর হুসাইন, দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ, বিশিষ্ট চাঁদ গবেষক ও ফার্মাসিস্ট এবিএম রুহুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুহম্মদ আবু বকর সিদ্দীক হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status