খেলা

বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক

২০ মে ২০১৯, সোমবার, ৯:৫৮ পূর্বাহ্ন

তিনি বাংলাদেশ দলের সমালোচক হিসেবেই পরিচিত ভক্ত সমর্থকদের কাছে। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে উচ্চাশা আকাশ চোপড়ার। ইংল্যান্ডে বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ৪১ বছর বয়সী এ ভারতীয় সাবেক ব্যাটসম্যান। ভারতের হয়ে ক্যারিয়ারে ১০টি টেস্ট খেলেছেন আকাশ চোপড়া। আর ক্রিকেটের বোদ্ধা বিশ্লেষক আকাশ চোপড়া বিশ্বকাপ শুরুর আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে নিজের ফেসবুক পেজে বিশেষজ্ঞ-মতামত দিয়েছেন। বাংলাদেশ দল নিয়ে তার মন্তব্য, এশিয়ায় ভারতের পর দাপুটে দল হিসেবে লোকে এখন পাকিস্তান নয়, বাংলাদেশকেই মনে করে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়ার ভবিষ্যৎবাণী, বাংলাদেশ নকআউট পর্বে উঠবে মানে সেমিফাইনাল খেলবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বিশ্লেষণে চোপড়া বলেন ‘২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতেও নকআউট পর্বে খেলেছে। আর এশিয়া কাপে তো ফাইনালেই খেলেছে। এই দলকে হালকাভাবে নিলে মস্ত ভুল হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, এবারো ভালো খেলবে।’ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়া বলেন, ‘বিশ্বকাপে ৫০ ওভারের টুর্নামেন্টে শুরুতে ৯ ম্যাচ পাবে বাংলাদেশ। এ বাধা টপকে নকআউট পর্বে উঠবে দলটি।’ এবার বিশ্বকাপের গ্রুপপর্বে সব দল একে-অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসা করেছেন  আকাশ চোপড়া। তামিম ইকবালকে অনেক বড় মাপের ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়ে টপ অর্ডারে লিটন দাস ও সৌম্য সরকারের প্রশংসা করেন তিনি। আকাশ চোপড়া বলেন, ‘লিটন দাস এশিয়া কাপের ফাইনালে দারুণ ইনিংস খেলেছিলেন। সৌম্য ওপরেও ব্যাট করতে পারেন, নিচেও পারেন সঙ্গে বোলিংও। দলে বৈচিত্র্য আনতে পারেন সৌম্য।’ সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমকে নিয়ে বাংলাদেশের টপ অর্ডার বেশ শক্তিশালী বলে মনে করেন চোপড়া। আর মাহমুদুল্লাহকে নিয়ে তার একটি পর্যবেক্ষণ আছে। মাহমুদুল্লাহকে উঁচু মাপের ব্যাটসম্যান মানেন তিনি। কিন্তু মাহমুদুল্লাহকে বাংলাদেশ ঠিকভাবে ব্যবহার করতে পারছে না বলে মনে করেন চোপড়া। গত বিশ্বকাপে মাহমুদুল্লাহর টানা দুই সেঞ্চুরির উদাহরণ টেনে চোপড়া বলেন, ‘তাকে বেশি ওভার (ব্যাটিংয়ে) দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ তাকে এ সুযোগটা দেয় না। ব্যাটিংয়ে তাকে আরো ওপরে তোলা উচিত বলে মনে করি।’ ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপে মাশরাফির দলের সম্ভাবনা নিয়ে চোপড়া বলেন, ‘দলটা চার নম্বরে উঠে আসতে পারে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আমার চোখে তিন সেরা দল। চতুর্থ হওয়ার দৌড়ে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। নতুন বল সামলাতে পারলে বাংলাদেশ যে কোনো দলের জন্য ভয়ের কারণ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status